যে কারণে তামিমের বদলে ট্রফি নিলেন হৃদয়-শান্তরা
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
বিপিএল ফাইনালে চিটাগং কিংসকে তিন উইকেটে হারানোর পর পুরস্কার বিতরণীর মঞ্চে তখন ডাক পড়ল ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের। সংক্ষিপ্ত বক্তব্য শেষে হাতে ট্রফি তোলার পালা। অতিথিদের কাছ থেকে সেটা সংগ্রহ করার আগে দলের ক্রিকেটারদের দিকে কিছু একটা বলতে দেখা গেল তামিমকে। মঞ্চের দিকে গেলেন তাওহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্ত, তাদের সঙ্গী হলেন রিশাদ হোসেন। তামিম থাকার পরেও দলের হয়ে বিপিএল ট্রফি গ্রহণ করলেন তারা।
পুরোটা সময় একপাশে সরে দাঁড়িয়েছিলেন তামিম, পরবর্তীতে মঞ্চে থাকা বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমের কথায় বাকিদের সাথে যোগ দেন তিনি। সুযোগ থাকার পরেও কেন শান্ত-হৃদয়দের দিয়ে ট্রফি নেয়ালেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি দুইবার ট্রফি জিতেছি। হৃদয়ের কথা যদি চিন্তা করেন, সে সম্ভবত দুই-তিনটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। শান্তর ক্ষেত্রেও একই। এই ট্রফি তাদের কাছে আমার তুলনায় অনেক বেশি মূল্যবান, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রিশাদের ক্ষেত্রেও। তাই আমার মনে হয়েছে, আমি হয়তো ওদের এই সম্মানটা দিতে পারি যে, ট্রফিটা ওরা নিজের হাতে তুলুক।’
টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে থাকলেও কম্বিনেশনের জন্য বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন শান্ত। সব মিলিয়ে খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। তাকে দলে রাখার চেষ্টাতেও ত্রুটি রাখেনি বরিশাল। দুই ম্যাচে উইকেটকিপার হিসেবেও তাকে দেখা গেছে এবারের বিপিএলে। শান্তর ম্যাচ না পাওয়া নিয়ে অধিনায়ক তামিম বলেন, ‘শান্তর ব্যাপারে বলি, জাতীয় দলের অধিনায়ক, দেশের সেরা ক্রিকেটারদের একজন কিন্তু আমাদের কম্বিনেশনের কারণে বেশি খেলার সুযোগ পায়নি। কিছু দিন আগেও বলেছি, এরপরও খেলার প্রতি, দলের প্রতি তার নিবেদন ছিল দুর্দান্ত। আমি জানি, তার জন্য না খেলাটা অনেক অনেক কঠিন ছিল। তবে ও সেটা দেখায়নি। যা আমাদের কাজ সহজ করেছে।’
সারাবাংলা/জেটি