Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষটা যেমন হলো করুনারত্নের

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭

দিমুথ করুনারত্নে

গলে শততম টেস্ট খেলতে নেমেছেন দিমুথ করুনারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টের মাহাত্ম্য তার কাছে আরও একটু বেশি। কারণ এই টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। শেষটা কেমন হলো সময়ের সেরা এই টেস্ট ওপেনারের?

অজিদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। পাথুম নিসাংকাকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন করুনারত্নে। ২৩ রানের মাথায় ফিরে যান নিসাংকা, করুনারত্নে টিকে ছিলেন দলীয় ৯৩ রান পর্যন্ত। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে নাথান লায়নের স্পিনে বোল্ড হওয়ার আগে করুনারত্নের ব্যাট থেকে এসেছেন ৩৬ রান, উইকেটে ছিলেন ১২৪ মিনিট। দ্বিতীয় ইনিংসেও বড় রান আসেনি তার ব্যাট থেকে। ২৮ বল খেলে আউট হয়েছেন ১৪ রান করে। কুনেমানের বলে ক্যাচ দিয়েছেন অ্যালেক্স ক্যারির হাতে।  তবে মাঠ ছেড়েছেন হেলমেট খুলে, দর্শকদের অভিবাদনের জবাব দিয়ে।

বিজ্ঞাপন

ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না করুনারত্নের। সর্বশেষ ৮ টেস্টের তার সংগ্রহ মাত্র ২৩২ রান, ফিফটি মাত্র দুটি। অবশ্য যদি গত ১০ বছরের হিসেব করা হয়, তাহলে সময়ের সেরা টেস্ট ওপেনারদের একজন তিন। ২০১৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ওপেনার। এই টাইমস্প্যানে ৪৫ টেস্টে ১৫৯ ইনিংসে ৬২৭৬ রান করেছেন ৫১.৭১ গড়ে। ১৫ সেঞ্চুরির সাথে আছে ৩৪টি ফিফটি।

করুনারত্নের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ২৫৭ রানে অল আউট হয়েছে শ্রীলংকা। জবাবে স্টিভেন স্মিথ-অ্যালেক্স ক্যারির জোড়া সেঞ্চুরিতে ৪১৪ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮২ রান তুলে ২৫ রানের লিড নিয়েছে লংকানরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

দিমুথ করুনারত্নে শ্রীলংকা ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর