Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল শেষ হতেই ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯

ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। এদিকে, বিপিএল শেষ হতেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে মাঠ নেমে পরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বিপিএল শেষ হওয়ার পরের দিনই অনুশীলনে নেমে পরবেন ক্রিকেটাররা। সে অনুযায়ী আজ সকাল সকাল শুরু হয় অনুশীলন। সকালে ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন পর্ব। পরে ব্যাটিং-বোলিংয়ে ঝালিয়ে নিয়েছেন তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা।

বিজ্ঞাপন

দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। তারা হলেন-তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ক্রিকেটারদের অনুশীলনে ছিলেন সহকারী কোচ সালাউদ্দিন। অনুশীলনের কারণে বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেননি সালাউদ্দিন।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড পদ্ধতিতে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, ২০ তারিখে দুবাইতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে পরেছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর