১০০ টেস্টের স্বপ্নপূরন, আবেগাপ্লুত করুনারত্নে
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২২
১০০ টেস্ট, ৭২২২ রান, ১৬টি সেঞ্চুরি, ৩৯টি ফিফটি আর একজন দিমুথ করুনারত্নে। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। লাল বলের দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারকে তিনি বিদায় জানালেন সপ্তম শ্রীলংকান ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে। শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন ৫০ রান। দলও হেরেছে ৯ উইকেটে। তবে সেসব ছাপিয়ে গল স্টেডিয়ামে রইল বিদায় বেলায় আবেগাপ্লুত করুনারত্নের ছবিটাই।
পুরস্কার বিতরণীর আগে করুনারত্নে শোনালেন তার টেস্ট ক্রিকেটের গল্প। সতীর্থ, বন্ধু আর পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে করুনারত্নে বলেন, ‘পরিবারের সদস্য, বন্ধুদের সাথে বেশ লম্বা একটা ক্যারিয়ার কাটল আমার। সবাইকে ছেড়ে যেতে হচ্ছে ভেবে এই মুহূর্তে বেশ আবেগাপ্লুত আমি। তবে যেখানেই থাকি না কেন, আমার সমর্থন সবসময় থাকবে তাদের সাথে। একশ টেস্ট খেলা আসলে সহজ ব্যাপার নয়। টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিলাম একশ টেস্ট আর দশ হাজার রান করার স্বপ্ন নিয়ে। সৌভাগ্যবশত এতদিন খেলতে পেরে বিদায় বেলায় আমি খুশি। শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, সাথে আমার বন্ধু-পরিবারের সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ।’
ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে আসার পরিকল্পনা করছেন করুনারত্নে, ‘পেশাদার কোচিংয়ে আসতে চাই। অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনা আছে কোচিংয়ের কোর্সগুলো করার জন্য। তবে আগে পরিবারের সাথে আরও সময় কাটিয়েই কোচিংয়ে যাব। ধন্যবাদ জানাতে চাই আমার ভক্তদের, যারা সবসময় আমার পাশে ছিল।এখানে মাআর সতীর্থরা আছে, তাদের সবার সাথে একই ড্রেসিংরুমে থাকতে পারাটাও দারুণ আনন্দের। এটাই ক্রিকেট, একদিন আপনাকে যেতেই হবে।’
সারাবাংলা/জেটি