Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসের হাতছানি, ১১ ক্যাচ দূরে স্মিথ

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ২০০ ক্যাচ নিয়েছেন স্টিভেন স্মিথ

নাথান লায়নের হাত থেকে বেরিয়ে যাওয়া গুড লেংথের বল, কুশাল মেন্ডিস শট খেলার আগেই আচমকা টার্ন করে লাফিয়ে উঠল। ব্যাকফুটে সরে জায়গা বানিয়ে লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটে বলে হলো না মেন্ডিসের, ক্যাচ উঠল শর্ট ফাইন লেগে। জায়গায় দাঁড়িয়ে বেশ সহজ এক ক্যাচ ধরলেন স্টিভেন স্মিথ এবং নাম লেখালেন টেস্ট ইতিহাসের অনন্য এক ইতিহাসে।  সব মিলিয়ে পঞ্চম ও প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নিয়েছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

বিজ্ঞাপন

শ্রীলংকার বিপক্ষে গল টেস্ট শুরুর আগে স্মিথের নামের পাশে ফিল্ডার হিসেবে ছিল ১৯৫টি ক্যাচ। আজ (রবিবার) শেষ দিনের খেলার দেড় সেশন বাকি থাকতে থাকতেই স্মিথের ক্যাচসংখ্যা হয়ে গেল ২০০। পুরো ম্যাচে নিয়েছেন পাঁচ ক্যাচ। আগের ইনিংসে সেঞ্চুরি করেছেন। দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। অধিনায়ক হিসেবে ১৪ বছর পর লংকানদের হোয়াইটওয়াশ করার সিরিজে মোট ২৭২ রান করে হয়েছেন সিরিজ সেরাও।

স্মিথের আগে ফিল্ডার হিসেবে টেস্টে ২০০ বা ততোধিক ক্যাচ নেয়ার কৃতিত্ব আছে কেবল চারজনের। তবে এই তালিকায় দ্রুততম স্মিথই, মাত্র ১১৬ ম্যাচ লেগেছে তার ২০০ ক্যাচ ধরতের

১৬৪ ম্যাচে  ২১০ ক্যাচ ধরে শীর্ষে রাহুল দ্রাবিড়। ১৫২ ম্যাচে ২০৭ ক্যাচ জো রুটের। সাবেক লংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ২০৫ ক্যাচ ধরেছেন ১৪৯ ম্যাচ খেলে। কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৬৬ ম্যাচ খেলার পর।

সারাবাংলা/জেটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দল শ্রীলংকা ক্রিকেট দল স্টিভেন স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর