‘রোনালদোর বাড়িতে দাওয়াতে যাবেন না’
২০ জুন ২০১৮ ১৫:১১ | আপডেট: ২০ জুন ২০১৮ ১৫:২৬
সারাবাংলা ডেস্ক ।।
শিরোনাম দেখে অবাক হতেই পারেন। রহস্য মনে জাগতেই পারে। কেন ক্রিস্টিয়ানো রোনালদোর বাসায় কাউকে দাওয়াতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তার সাবেক সতীর্থ ফরাসি তারকা প্যাট্রিস এভ্রা?
বয়স ৩৩ হলেও রোনালদোর ফিটনেসের কোনো ঘাটতি নেই একথা সবারই জানা। এভ্রার এই পরামর্শেই জানা যায় বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত হ্যাট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস রহস্য।
রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিকের পর রোনালদোর জয়ের ক্ষুধা ও বিস্ময়কর ফিটনেস রহস্যে নিয়ে বলতে গিয়েই তার বাসায় কাউকে কোনো দাওয়াতে না যেতে পরামর্শ দেন এভ্রা। সাবেক এই ইউনাইটেড তারকা রোনালদোকে নিয়ে বলেন, ‘আমি সবাইকে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িতে দাওয়াতে না যাওয়ার পরামর্শই দেব।’
কারণটা অবশ্য জানিয়েছেন এভ্রা। সিআরসেভেনের সঙ্গে কাটানো কিছু স্মৃতি তুলে ধরে বললেন, ‘একবার রোনালদোর বাড়িতে মধ্যাহ্নভোজের দাওয়াতে গিয়েছিলাম। রোনালদো বললো ‘প্যাট্রিস, ট্রেনিং শেষে আমার বাসায় এসো।’ আমি গেলাম, আমি খুব ক্লান্ত ছিলাম, সাজানো টেবিলে দেখলাম সাদা চিকেন আর সালাদ এবং পানি। না, কোনো জুস ছিলো না।’
পরের ঘটনাও বললেন প্যাট্রিস, ‘এরপর আমরা খাওয়া শুরু করলাম এবং আমি ভাবলাম একটু পরেই হয়তো আরও বেশি মাংস আসছে, কিন্তু না, সেখানে আর কিছুই নেই। খাওয়া শেষ করেই সে (রোনালদো) দাঁড়িয়ে একটি বল নিয়ে খেলা শুরু করে দিলো এবং কিছু কারিকুরি দেখালো ও বললো, চলো কিছু টু টাচ খেলি… আশ্চর্য হয়ে বললাম, আমি কি খাওয়া-দাওয়া শেষ করতে পারি? জবাবে ক্রিস্টয়ানো বললো, ‘না, চলো আগে কিছু টু টাচ খেলি।’
আমরা টু টাচ খেলা শুরু করলাম। কিছুক্ষন পর সে বললো ‘চলো সাতার কাটি’। বললাম, ‘ঠিক আছে।’ সাতারের স্যুট পরে বললাম, ‘রোনালদো আমরা এখানে কি লাঞ্চ করতে এসেছি নাকি আগামীকাল কোনো ম্যাচ আছে, সেই ম্যাচের প্র্যাকটিস করতে এসেছি?’
আর এ কারণেই রোনালদোর বাসায় দাওয়াতে যেতে না বলেছেন প্যাট্রিস এভ্রা, ‘এই জন্যই আমি সবাইকে বলি, রোনালদোর বাড়িতে দাওয়াত খেতে যেও না। এই লোকটি একটা যন্ত্র।’
রোনালদোর ফিট থাকার রহস্যটা এভাবেই জানালেন প্যাট্রিস। রোনালদোর জয়ের ক্ষুধা রহস্য জানাতে গিয়ে এভ্রা বলেন, ‘একবার তার চাচাতো ভাইয়ের সাথে রোনালদো টেবিল টেনিস খেলে হেরে গিয়েছিলো। আমরা সবাই তাকে নিয়ে হাসাহাসি করি কিন্তু রোনালদো তা সিরিয়াসলি নেয় এবং তার ভাইকে পাঠিয়ে একটা টেবিল টেনিস সেট কিনে নিয়ে আসে, ২ সপ্তাহ টানা প্র্যাকটিস করে চাচাতো ভাই রিওকে হারায় সে।’
সারাবাংলা/আইই/এসএন