Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-মুশফিকদের নিয়ে বরিশালে জনসমুদ্র

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩২

বরিশাল শহরের বেলস পার্কে রীতিমতো জনসমুদ্র। গায়ে জার্সি, চোখেমুখে আনন্দ-উল্লাস। চোখ যত দূর যাচ্ছে শুধু লোকে লোকারণ্য। ফরচুন বরিশালের ক্রিকেটারদের নিয়ে বরিশালের মানুষদের এমন বাঁধভাঙা উল্লাস দেখা গেল। টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ট্রফি নিয়ে আজ বরিশালে গেছেন চ্যাম্পিয়ন ক্রিকেটাররা। তাদের ঘিরে এমন বাঁধভাঙা উল্লাস।

বিজ্ঞাপন

গতবার লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল শহরে যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের। বিভিন্ন কারণে সেটা হয়নি। এবারও শিরোপা জেতার পর ঘোষণা দেওয়া হয়েছিল এবার বরিশালবাসীদের কাছে শিরোপা নিয়ে যাবেই চ্যাম্পিয়নরা। তবে লঞ্চে নয়, চার্টার্ড বিমানে করে দুই বিপিএল শিরোপা নিয়ে আজ বরিশালে গেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনরা।

তামিম-মুশফিকদের বরণ করে নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বরিশালের বেলস পার্ক। তামিমরা পৌঁছার আগেই সেখানে লোকে লোকারেণ্য। বরিশালের ক্রিকেটাররা এয়ারপোর্ট থেকে সড়কপথের যাত্রার সময়ও দুই পাশে অসংখ্য লোকের উপস্থিতি দেখা গেছে। এয়ারপোর্টেও দেখা গেছে বহু মানুষকে।

তামিমরা ট্রফি নিয়ে যখন বেলস পার্কে পৌঁছালেন সেখানে রীতিমতো জনসূমদ্র। তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের মতো তারকাদের কাছ থেকে দেখতে পাওয়ার উল্লাস ছিল সকলের চোখে-মুখে। তারকাদের সঙ্গে ছবি তোলার সুযোগও পেয়েছেন ভক্তরা। ফরচুন বরিশালের বিপিএল জয়ী দল এবং কোচিং স্টাফের প্রায় সকল সদস্যকেই দেখা গেছে এই ভ্রমণে।

টানা দ্বিতীয়বার বরিশালকে বিপিএল জেতানো তামিম ইকবাল এমন জন-সমুদ্রে আপ্লুত। নিজের ফেসবুক পেজে এক ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘আপনাদের এতো ভালোবাসা, শ্রদ্ধা চিরকাল মনে থাকবে। বরিশালবাসী, আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের জয়কে আরও  স্পেশাল করে তুলেছেন।’

মুশফিকুর রহিম ভক্তদের সঙ্গে নিজের সেলফি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘এতো ভালোবাসার জন্য ধন্যবাদ বরিশাল। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।’

চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের আগমনে নানান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বেলস পার্কে কনসার্টের আয়োজনও করা হয়। স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর