এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক দলে হামজা
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পর্ব। সেই ম্যাচের জন্য আজ (রবিবার) ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।
হামজার সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও। ইতালি ফুটবলের চতুর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলেন। আজ ঘোষিত স্কোয়াডে এমনটাই জানিয়েছে বাফুফে।
হামজাকে জাতীয় দলের জার্সিতে দেখার স্বপ্ন বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের। জাতীয় দলের সাথে যোগ দিতে আগামী ২০ মার্চ ঢাকায় আসার কথা তার। যদিও ২৮ ফেব্রুয়ারি থেকে হাভিয়ের কাবরেরার অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আধিক্য বসুন্ধরা কিংসের ফুটবলারদেরই। দ্বিতীয় সর্বোচ্চ আটজন জায়গা পেয়েছেন আবাহনী থেকে। মোহামেডানের আছেন ছয় জন, তার মধ্যে দুজনই গোলরক্ষক। চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে কোনো ম্যাচ না খেললেও কাবরেরার স্কোয়াডে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া ঘরোয়া ফুটবল খেলেননি। এরপরও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন।
বাংলাদেশের প্রাথমিক দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।
ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
সারাবাংলা/জেটি