চ্যাম্পিয়নস ট্রফিতে সৈকত আম্পায়ার থাকছেন যেসব ম্যাচে
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১২
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৮ বছর পর পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পুরো টুর্নামেন্টের জন্য গত ০৫ ফেব্রুয়ারি ১২ জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে আছেন আইসিসির এলিট প্যানেলভুক্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। করাচিতে অনুষ্ঠেয় উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের দুটি ম্যাচে থাকছেন অনফিল্ড আম্পায়ার হিসেবে।
উদ্বোধনী ম্যাচে সৈকতের সাথে মাঠের দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। একই ম্যাচে জোয়েল উইলসন ও অ্যালেক্স ওয়ার্ফ থাকছেন যথাক্রমে থার্ড ও ফোর্থ আম্পায়ার। অ্যান্ডূ পাইক্রফট থাকবেন ম্যাচ রেফারি হিসেবে। উদ্বোধনী ম্যাচের পর ২৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠেয় আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচেও সৈকত থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। সেই ম্যাচে জোয়েল উইলসন থাকছেন তার সঙ্গে।
এছাড়া আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার দুটি ম্যাচেও থার্ড ও ফোর্থ আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। ২১শে ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফোর্থ আম্পায়ার ও ১লা মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে দায়িত্ব করবেন থার্ড আম্পায়ারের।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অফিসিয়াল:
আম্পায়ার– কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফেনি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলবরো, আহসান রেজা, পল রাইফেল, শরফুদ্দৌলা সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারির– ডেভিড বুন, রঞ্জন মাডুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।
সারাবাংলা/জেটি