বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি পরিবর্তন আসবে?
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪২
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে একদিন পর দেশ ছাড়বেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। গত ২২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। শেষ সময়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি পরিবর্তন আসবে?
আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো দল চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাবে কিনা সেটাই প্রশ্ন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য সেরা দলটাই দিয়েছে বাংলাদেশ। কেউ কেউ দু’একটা জায়গা নিয়ে টুকটাক প্রশ্ন তুলেছেন তার একটি হলো ওপেনিং পজিশন, অন্যটি পেস বোলিং ডিপার্টমেন্ট।
অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাসের জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে। তবে সদ্য শেষ হওয়া বিপিএলের প্রথমভাগে সেভাবে রান পাচ্ছিলেন না ইমন। অপর দিকে অফ ফর্ম কাটিয়ে উঠে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন লিটন। বিপিএলে দুর্দান্ত একটা সেঞ্চুরিও করেছেন তারকা ওপেনার।
সেই সময়ে ইমনের বদলে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফেরার কথা হচ্ছিল। তবে টুর্নামেন্টের শেষ দিকে দারুণ পারফর্ম করেছেন পারভেজ হোসেন ইমন। আবার লিটন কিছু ম্যাচে রান পেলেও ধারাবাহিক ছিলেন না। ফলে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভবনা কম।
একদিন আগে সৌম্য সরকার অনুশীলনে ডান হাতের তর্জনিতে চোট পেয়েছেন। চোটের কারণে প্রায় পাঁচ মাস বাইরে থাকা সৌম্য পুরনো জায়গায় চোট পেলে ভয়ই ধরিয়ে দিয়েছিল বিষয়টি। তবে এক্সরে’তে নিশ্চিত হওয়া গেছে, সৌম্যর তর্জনিতে হারে চিড় ধরেনি। ফলে সৌম্যর জায়গায় অন্য কাউকে নেওয়ার চিন্তা করতে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে।
পেস বোলিং ডিপার্টমেন্টে জায়গা হয়নি হাসান মাহমুদের। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করা হাসানের দলে জায়গা না পাওয়াটা আশ্চর্য করেছে অনেককে। তবে স্কোয়াডে জায়গা পাওয়া চার পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগও কম।
হাসানকে একাদশে জায়গা দিতে হলে দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে রাখতে হতো। কিন্তু টুর্নামেন্টের খেলাগুলো হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের পিচে, ফলে একাদশে বাড়তি স্পিনার রাখাকেই যুক্তিযুক্ত মনে করেছেন নির্বাাচকরা।
সব মিলিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আসার সুযোগ কম। তবে সর্বশেষ তথ্য জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাড়তি দুই পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আগামী ১৩ ফেব্রুয়ারি টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বাড়তি দুই পেসার- হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে নিয়ে যাবে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ দলের অনুশীলনে থাকবেন দুজন। টুর্নামেন্ট শুরুর আগের দিন ফিরে আসবেন দেশে। এবারের বিপিএলে দুর্দান্ত বোলিং করেছেন হাসান ও খালেদ। সেই কারণেই তাদের দলের সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।
সারাবাংলা/এসএইচএস
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লিটন দাস হাসান মাহমুদ