Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় এখন হিগুয়েইন-পাভোনের: ম্যারাডোনা


২০ জুন ২০১৮ ১৭:০৫

সারাবাংলা ডেস্ক ।।

নবাগত আইসল্যান্ডের বিপক্ষে পয়েন্ট খোয়ানো আর্জেন্টিনা গ্রুপ পর্বে এরপর খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২১ জুন রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। তার আগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা নিজের উত্তরসূরিদের নিয়ে আবারো মুখ খুলেছেন।

আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে লিড নিয়েও জয়বঞ্চিত হয়। ম্যাচের শেষ সময়ে কোচ জর্জ সাম্পাওলি মাঠে নামান গঞ্জালো হিগুয়েইনকে। জাতীয় দলের সাবেক কোচ ম্যারাডোনা তাতে বেজায় চটেছেন। একাধিকবার গণমাধ্যমে সাম্পাওলির গেম প্ল্যান নিয়ে সমালোচনা করা ম্যারাডোনা এমনও বলেছেন, গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা বিদায় নিলে সাম্পাওলিকে দেশে ফিরতে দেওয়া হবে না।

১৯৮৬‘র বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা এবার কথা বলেছেন জুভেন্টাসের সেরা তারকা হিগুয়েইনকে নিয়ে, কথা বলেছেন নতুন তারকা ক্রিস্টিয়ান পাভোনকে নিয়ে। তিনি জানান, আর্জেন্টিনা এখনও মাটিতেই পা রাখছে। আমার বিশ্বাস সাম্পাওলি পরের ম্যাচে বড় পরিবর্তন আনবে। আমি পাভোনকে পছন্দ করি। আমার মনে হয়, মিডফিল্ডে আরও পরিবর্তন দরকার। আগুয়েরো? এটা শুনতে খারাপ লাগলেও সত্যি যে পুরো ৯০ মিনিট তাকে খেলানো বোকামি। আমি চাই আর্জেন্টিনা পরের ম্যাচে তাকে নিয়ে ভাববে। বদলি হিসেবে পাভোনকে খেলাতে চাইবে। হিগুয়েইনকে নিয়ে আরও বেশি ভাবা দরকার।

হিগুইয়েনকে নিয়ে ম্যারাডোনার মত, আমার মনে হয় সময় এখন পাভোন আর হিগুয়েইনের। সেন্ট্রাল ফরোয়ার্ডে শক্তি বাড়াতে তাদের বিকল্প নেই। হিগুয়েইন বল নিজের দখলে রাখতে পারে, গোলের জন্য সেটা বাড়িয়েও দিতে পারে। মেসি-আগুয়েরোর পাশাপাশি আমি পাভোনকে শুরুর একাদশে দেখতে চাই। লুকাস বিগলিয়া দারুণ ফর্মে আছে। হিগুয়েইন-বিগলিয়ারা স্কোর করতে দারুণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর