Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের নয়নমোহিনীরা-১


২০ জুন ২০১৮ ১৮:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

। সারাবাংলা ডেস্ক ।

বিশ্বকাপের মাঠ মানেই বৈচিত্র। প্রতি চার বছর পর পর এই ফুটবলযুদ্ধ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে গ্যালারিতে। ফুটবলের টানে মাঠে উপস্থিত থাকেন নানা দেশের সুন্দরীরাও। ফুটবলারদের মেয়েবন্ধু, বাগদ্ত্তা এবং স্ত্রীদেরও নানা সময়ে মাঠে দেখা যায় প্রিয়জনকে উৎসাহ দিতে।

ফুটবল মাঠে রমণীদের এই উপস্থিতি বোধহয় উৎসাহ যোগায় খেলোয়াড়দেরও। তাই ক্যামেরার চোখও ঘুরে ঘুরে খোঁজে সেই নয়নমোহিনীদের।

বিশ্বকাপের নয়নমোহিনীদের নিয়ে সারাবাংলার ধারাবাহিক আয়োজন থাকবে পুরো মাসব্যাপী।

পর্তুগাল ও স্পেনের ম্যাচের আগে অলিম্পিক পার্ক স্টেডিয়ামের বাইরে এক দর্শক।

বিজ্ঞাপন

পর্তুগাল ও স্পেনের ম্যাচে স্টেডিয়ামে স্পেনের সমর্থক এক দর্শক।

রাশিয়া ও সৌদি আরবের ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে সৌদি নারী দর্শকের কয়েকজন।

পর্তুগাল ও স্পেনের ম্যাচে পর্তুগালের সমর্থক এক দর্শক।

গ্রুপ পর্বে রাশিয়া ও সৌদি আরবের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক।

পর্তুগাল ও স্পেনের ম্যাচে দর্শকদের একাংশ।

ফ্রান্স ও স্পেনের ম্যাচের আগে ফ্রান্সের সমর্থক এক দর্শক।

পর্তুগাল ও স্পেনের ম্যাচের আগে স্টেডিয়ামে পর্তুগালের এক সমর্থক।

সেন্ট পিটসবার্গ স্টেডিয়ামে ইরান- মরক্কো খেলার আগে ইরানের এক সমর্থক।

সেন্ট পিটসবার্গ স্টেডিয়ামে ইরান- মরক্কো খেলার আগে মরক্কোর এক সমর্থক।

 

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর