চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য আমাদের: শান্ত
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭
একদিন আগে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামর্থ আছে তার দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কথা বললেন একই সুরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হওয়ার টার্গেট, বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা আগামীকাল। গত ৮ ফেব্রুয়ারি থেকে টানা অনুশীলনের পর আজ আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ। কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের লক্ষ্য কি থাকবে? এবং বাংলাদেশ চাপে থাকবে কিনা, এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ভারত শিরোপার দাবিদার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শক্তিশালী।
নতুন বলে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ রীতিমতো আতঙ্ক। তবে শান্ত বললেন, নির্দিষ্ট কোনো ক্রিকেটার এবং নির্দিষ্ট কোনো দলকে নিয়ে ভাবছেন না তারা। তিন দলই শক্তিশালী, এটা ভেবেই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বুমরাহ বা নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ডও; তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সঙ্গেই কষ্ট করে খেলতে হবে।’ অবশ্য চোটের কারণে জাসপ্রিত বুমরাহ ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।
শান্ত বলেছেন, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’
উল্লেখ্য, হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে বিপক্ষে।
সারাবাংলা/এসএইচএস