Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তম ওয়ানডে সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২০

সপ্তম ওয়ানডে সেঞ্চুরির পর গিলের উদযাপন

 প্রথম ম্যাচে ৮৭, দ্বিতীয় ম্যাচে ৬০। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে দুইবার সেঞ্চুরির পথে থেকেও শেষ অবধি তা ছোঁয়া হয়নিস শুবমান গিলের। তবে আজ (বুধবার) আহমেদাবাদে নিজের ৫০তম ওয়ানডেতে সেই আক্ষেপ মিটিয়েছেন এই ডানহাতি ব্যাটার। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের ৫০তম ওয়ানডেতে সেঞ্চুরি ছুঁয়ে ছুটিয়েছেন রেকর্ডের ফোয়ারা।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আজ শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে গিলের সেঞ্চুরির সাথে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ৩৫৬ রান করেছে ভারত। রান পাহাড় গড়ার পথে ১০২ বলে ১১২ রানের দারুণ ইনিংস খেলেছেন গিল। ১৪১ মিনিট উইকেটে থেকে ১৪টি চারের সাথে তিনটি ছক্কাও মেরেছেন ভারতের নতুন সহ-অধিনায়ক।

বিজ্ঞাপন

গিলের চেয়ে কম ইনিংসে ভারতের হয়ে সাত সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। তার আগে সবচেয়ে কম ৫৪ ইনিংস লেগেছিল শিখর ধাওয়ানের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি পেয়েছেন গিল। পঞ্চম ব্যাটার হিসেবে নির্দিষ্ট একটি মাঠে তিন ফরম্যাটে সেঞ্চুরির কীর্তি তার। টি-টোয়েন্টিতে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ১২৬* রানের ইনিংস। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে করেছিলেন ১২৮। আর আজ ইংলিশদের বিপক্ষে খেললেন ১১২ রানের ইনিংস।

গিলের আগে একই মাঠে তিন ফরম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড আছে আরও চারজনের। অ্যাডিলেড ওভালে ডেভিড ওয়ার্নার, করাচিতে বাবর আজম, জোহানেসবার্গে ফাফ ডু প্লেসির আছে এই কীর্তি।

নামের পাশে ২৪৭৫ রান নিয়ে ৫০তম ম্যাচটা খেলতে নেমেছিলেন গিল। ইনিংস শেষ করে মাঠে ফেরার আগেই গড়ে ফেলেন ওয়ানডেতে দ্রুততম আড়াই হাজার রানের মাইলফলক। মাত্র ৫০ ইনিংসে এই রেকর্ড গড়েছেন গিল, ৫১ ইনিংস লেগেছিল সাবেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

ভারত জাতীয় ক্রিকেট দল শুবমান গিল

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর