কেমন প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০১
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। টুর্নামেন্টকে সামনে রেখে দিন চারেক আগেই অবশ্য অনুশীলন শুরু করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। প্রশ্ন হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে?
বাংলাদেশ দলে হেড কোচ ফিল সিমন্স অবশ্য রাখঢাক না রেখেই দুদিন আগে বলেছেন, আদর্শ প্রস্তুতি হয়নি তার দলের। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। কিন্তু গত এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশি ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টি নিয়ে। বিপিএলের এবারের আসর শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি।
ওয়ানডে ফরম্যাটের বড় কোনো টুর্নামেন্টের আগে দীর্ঘ সময় টি-টোয়েন্টির মধ্যে থাকা নিশ্চয় আদর্শ নয়, সেটাই বুঝাতে চেলেছেন সিমন্স। তবে ক্রিকেটাররা খেলার মধ্যে ছিলেন এটাকে আবার ইতিবাচক হিসেবেও ধরছেন তিনি।
অন্যান্য দলগুলো কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে খেলেই প্রস্তুত হচ্ছে। পাকিস্তান যেমন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় একটা ওয়ানডে সিরিজ খেলছে। এদিকে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ চলছে। অস্ট্রেলিয়া শ্রীলংকাতে ওয়ানডে সিরিজ খেলছে। বাংলাদেশ আর আফগানিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া সব দলই ওয়ানডে খেলে প্রস্তুত হচ্ছে।
বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে গত ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সেই সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
অবশ্য ওয়ানডে খেলার সুযোগ না পেলেও প্রস্তুত হচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিপিএল শেষ হওয়ার পরের দিন থেকেই অনুশীলনে নেমে পরেন ক্রিকেটাররা। আগামীকাল রাতে দুবাই যাবে বাংলাদেশ দল। ২০ ফেব্রুয়ারি দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগ পর্যন্ত সেখানেও অনুশীলন করার সুযোগ পাবেন ক্রিকেটাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ তারিখে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
সারাবাংলা/এসএইচএস