Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর গোলে এগিয়ে পর্তুগাল


২০ জুন ২০১৮ ১৮:১৯ | আপডেট: ২০ জুন ২০১৮ ১৮:৪৮

সারাবাংলা ডেস্ক ।।

রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল এবং মরক্কো। বিরতির আগে এই ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে পর্তুগাল। বল পজিশনে এগিয়ে মরক্কো (৫২ শতাংশ)। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয়ের দেখা পায়নি। স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল পর্তুগাল আর ইরানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মরক্কো।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ম্যান রোনালদো। তার স্কোরেই ১-০ গোলের লিড নেয় পর্তুগিজরা। কর্নার থেকে জোয়াও মোউতিনহোর উড়ে আসা বলে হেড করে গোল করেন রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ‍দুইয়ে উঠলেন রোনালদো (৮৫)। স্পেনের কিংবদন্তি ফেরেন্স পুসকাসকে (৮৪) টপকে যান তিনি। শীর্ষে আছেন ইরানের আলি দাঈ (১০৯টি)।

ম্যাচের অষ্টম মিনিটে আবারো জ্বলে উঠেন রোনালদো। তবে, তার শটটি রুখে দেন মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদি। ম্যাচের ১৯তম মিনিটে নাবিল দিদারের একটি শট হতাশা বাড়ায় মরক্কোর। ৩২ বছর বয়সী রাইটব্যাকের জোরোলো শট রুখে দেন পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিকো। ২৭ মিনিটে পেনাল্টির আবেদন করেছিল মরক্কো, রেফারি তাতে সাড়া দেননি।

৩২ মিনিটে মরক্কোর ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় পর্তুগাল। রোনালদোর জোরালো শট ডিফেন্সে বাধা পায়। ৪১ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ চালায়। এবারো পস্তুত ছিলেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিকো। পাল্টা আক্রমণে রোনালদোর বাড়ানো বলে গঞ্জালো গুয়েডেস শট নিলেও এক হাতে বল ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক মোহামেদি। যোগ করা অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা না পেলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের শুরুর চমকটা ভালোই দেখিয়েছে রোনালদোদের পর্তুগাল। এবারের অন্যতম ফেভারিট স্পেনের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র দিয়েই আসর শুরু করেছিল তারা। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ফার্নান্দো সান্তোসের ছাত্ররা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে খুব একটা কষ্ট করতে হয়নি পর্তুগালকে। অভিজ্ঞতা ও তারুণ্যে ভরা দলের রক্ষণে পেপে, ব্রুনো আলভেসরা যেমন পোড়খাওয়া, মাঝমাঠ ও আক্রমণে দলের হাল ধরার জন্য আছেন তরুণ আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভারা। আর রোনালদো তো আছেনই। প্রথম ম্যাচে দারুণ চমক দেয়ার পর এই ম্যাচে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে পর্তুগিজরা।

বিশ্বকাপে ৬ বার অংশ নিয়ে ২ বার সেমিফাইনালে ওঠা দলটি এ পর্যন্ত সেরা অর্জন ১৯৬৬ সালে ৩য় স্থানে ওঠা।

অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল মরক্কো। ১৯৯৮ সালের পর শেষ অংশ নেয়ার ২০ বছর পর আবারো বিশ্বকাপে ফিরেছে মরক্কো। এবার তাদের বড় ভরসা রক্ষণ। বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে মরক্কোই একমাত্র দেশ, বাছাইপর্বে যারা কোনো গোল হজম করেনি। আক্রমণ ও রক্ষণে ইউরোপিয়ান লিগে খেলা বেশ কয়েকজন আছেন। তবে জুভেন্টাসের বেনাতিয়ার নেতৃত্বে রক্ষণই তাদের সবচেয়ে বড় ভরসা।

বিশ্বকাপে ৪ বার অংশগ্রহণ নেয়া দলটির এখন পর্যন্ত সেরা অর্জন ১৯৮৬ সালের বিশ্বকাপে শেষ ১৬ তে ওঠা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর