মাত্র ২১ বছরেই অবসর বিশ্বকাপজয়ী নাবিলের
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৩
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী দলটাকে বাংলাদেশের ক্রিকেটের সোনার খনি বললেও অত্যুক্তি হবে না বোধহয়।শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিমসহ এক ঝাঁক আগামীর তারকা উঠে এসেছেন এই দলটা থেকেই। ইতোমধ্যে সেই দলের বেশিরভাগ ক্রিকেটাররেরই অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। তাদের মধ্যে একজন হতে পারতেন প্রান্তিক নওরোজ নাবিলও। কিন্তু শারীরিক অসুস্থতায় মাত্র ২১ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
গতকাল (বুধবার) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নাবিল। দীর্ঘদিন শ্বাসকষ্টের সমস্যা চলমান তার, যে কারণে ক্রিকেট চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। গত ৬ মাস ধরেই অবসরের সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করছিলেন তিনি। ৩ মাস আগে নির্বাচকদের সাথে এই বিষয়ে আলোচনাও করেন নাবিল।
এর সাথে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী, নিয়মিত ক্লাস এবং পরীক্ষাতেও অংশ নিচ্ছেন ২১ বছর বয়সী এই তরুণ। স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা আর ক্রিকেটটা একসাথে চালিয়ে যেতে বেশ হিমশিম খাচ্ছেন। সে কারণেই প্রতিভা থাকা সত্ত্বেও ক্রিকেটকে বিদায় বলেছেন নাবিল, কুড়ি থেকে ফুল হয়ে ফোঁটা হলো না তার।
২০২০ সালের যুব বিশ্বকাপে গিয়েছেন স্কোয়াডের কনিষ্ঠতম সদস্য হিসেবে। সেই আসরে কোনো ম্যাচ খেলা না হলেও আইসিসি ডিজিটালে দেয়া সাক্ষাৎকারে অনর্গল ইংরেজিতে কথা বলে আলো কেড়েছিলেন। ক্যামেরার সামনে যেমন বাকপটু, মাঠেও তেমন চলে তার ব্যাট। ২০২১ সালে ভারতের বিপক্ষে যুব ওয়ানডেতে খেলেন ১১৩ রানের ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২২ সালে অভিষেকের পর মোট ৭ ম্যাচ খেলে করেছেন ৩০২ রান, ফিফটি আছে দুটি। ২০১৯ সালে অভিষেক লিস্ট ‘এ’ ক্রিকেটে। সেখানে ২৮ ম্যাচে পাঁচ ফিফটিতে তার সংগ্রহ ৬৩৩ রান। গত মৌসুমের ডিপিএলে খেলেছেন মোহামেডানের হয়ে। জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন খুলনা বিভাগের জার্সিতে।
সারাবাংলা/জেটি
আকবর আলী প্রান্তিক নওরোজ নাবিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শরীফুল ইসলাম