Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে বদলে গেল কোহলিদের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪০

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পতিদার

আইপিএলের গত দুই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন ফাফ ডু প্লেসি। কিন্ত এবারের মেগা নিলামের আগে বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব পাওয়া সাবেক এই প্রোটিয়া ব্যাটারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। গুঞ্জন ওঠে, আবারও আরসিবির অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন কোহলি। তবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন অধিনায়ক হিসেবে দলটি বেছে নিয়েছে রজত পতিদারকে।

আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রজতের কাঁধে অধিনায়কত্ব বুঝিয়ে দেয়ার খবর জানিয়েছে গত আইপিএলের প্লে অফ খেলা বেঙ্গালুরু।

বিজ্ঞাপন

২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক রজতের। সেবার খেলেছেন চার ম্যাচ। পরের আসরে ৮ ম্যাচ খেলার সুযোগ পান চোটে ছিটকে যাওয়া লুভনিথ সিসোদিয়া বদলি হিসেবে। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে পেয়ে যায় আরসিবি। ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি নিজে চোটে পড়ায়। তবে গত আসরে পুরো মৌসুম খেলেছেন, পারফর্ম করেছেন। দলকে প্লে অফে তুলতে ব্যাট হাতেও রেখেছেন দারুণ অবদান। ১৫ ম্যাচে ৩৯৫ রান করেছেন ১৭৭ স্ট্রাইকরেটে, ফিফটি ছিল পাঁচটি।

আইপিএলে এর আগে অধিনায়কত্ব না করলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে রজতের। সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে নিজের রাজ্য দল মধ্য প্রদেশের অধিনায়কত্ব করেছেন তিনি। এবার তারকা বহুল দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে।

সারাবাংলা/জেটি

আইপিএল ফাফ ডু প্লেসি রজত পতিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিজ্ঞাপন

তাপস রায়ের ‘রসিক শরৎচন্দ্র’ বইমেলায়
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর