Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আল্লাহ চাইলে রেকর্ড হতেই থাকে’

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪

২৬০ রানের রেকর্ড জুটিতে ম্যাচ জিতিয়েছেন রিজওয়ান-সালমান

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে চাইলে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হতো পাকিস্তানের। সেই সমীকরণ আরও কঠিন হয়ে গেল গতকাল (বুধবার) করাচিতে প্রোটিয়ারা ৩৫৩ রানের বড় লক্ষ্য দেয়াতে। পাহাড়সম সেই লক্ষ্য টপকে গিয়ে পাকিস্তান ম্যাচ তো জিতলই, সাথে গড়ল একগাদা রেকর্ড। আগামীকাল করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে নামবে পাকিস্তান।

ম্যাচ জেতানো সেঞ্চুরির পর, রেকর্ডের বন্যা বইয়ে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এসে বললেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে।’

বিজ্ঞাপন

রেকর্ডের মালা গেঁথে পাকিস্তান গড়েছে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রান করে দক্ষিণ আফ্রিকা। সেটা পাকিস্তান টপকে গেল ৬ বল হাতে রেখেই। এর আগে কখনো ৩৫০-এর বেশি রান তাড়া করে জিততে পারেনি পাকিস্তান।

তবে এদিন মোহাম্মদ রিজওয়ান আর আগা সালমানের জোড়া সেঞ্চুরিতে, রেকর্ড ২৬০ রানে জুটিতে প্রথমবার সেই রেকর্ড গড়ল পাকিস্তান। ওয়ানডেতে চতুর্থ উইকেট জুটিতেও এর আগে এত রান দেখেনি পাকিস্তান। এতদিন চতুর্থ উইকেটে সর্বোচ্চ  ছিল ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি। এই জুটির পথে সালমান ১০৩ বলে ১৩৪ রান করে আউট হয়ে গেলেও রিজওয়ান মাঠ ছেড়েছেন ১২৮ বলে ১২২*রানের ইনিংসে ম্যাচ জিতিয়ে।

রান তাড়া করে পাওয়া দারুণ এই জয় নিয়ে রিজওয়ান বলেন, ‘আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন সেটা সাড়ে তিনশতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

পাকিস্তান ক্রিকেট দল মোহাম্মদ রিজওয়ান

বিজ্ঞাপন

‘বসন্ত এসে গেছে’
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর