Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেলের পর ম্যারাডোনাকে ছুঁলেন রোনালদো


২০ জুন ২০১৮ ১৯:১২ | আপডেট: ২০ জুন ২০১৮ ২০:৫৬

স্পোর্টস ডেস্ক ।।

রোনালদো গোল করা মানেই রেকর্ড। ইউসেবিও, লুইস ফিগোদের মতো কিংবদন্তিদের দেশের সর্বোচ্চ গোলদাতা রোনালদোই। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করার ম্যাচে একটা রেকর্ড করেছিলেন। এবার আরও এক কীর্তি গড়লেন রাশিয়া বিশ্বকাপে। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করার আগে নাম লেখান ব্রাজিল কিংবদন্তি পেলের পাশে। এবার ছুঁয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গ্রেট দিয়েগো ম্যারাডোনাকে।

স্পেনের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে টানা চার বিশ্বকাপে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। বিশ্বকাপ ইতিহাসে চার আসরে গোলের রেকর্ড আছে কেবল পেলে, উই শিলার আর মিরোস্লাভ ক্লোসার। দারুণ ইতিহাসের এই তালিকায় গত ম্যাচেই নাম লেখান রোনালদো।

নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রোনালদো। তাতে ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেন পর্তুগিজ অধিনায়ক। হেড থেকে গোল করার পাশাপাশি এই বিশ্বকাপে সর্বোচ্চ চারটি গোল করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত। আর বিশ্বকাপে ৬টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে থাকা ম্যারাডোনার পাশে বসেছেন রোনালদো।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর