রোনালদোর গোলে পর্তুগালের জয়, মরক্কোর বিদায়
২০ জুন ২০১৮ ১৯:৫৬ | আপডেট: ২১ জুন ২০১৮ ১০:৪৩
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল এবং মরক্কো। রোনালদোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয়ের দেখা পায়নি। স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল পর্তুগাল আর ইরানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মরক্কো। ফলে, রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো মরক্কোকে।
এর আগে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল। একমাত্র দেখায় সেবার ৩-১ গোলে জিতেছিল মরক্কো। বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের কাছে নিজেদের একমাত্র হারের প্রতিশোধ নিলো পর্তুগিজরা। শুধু তাই নয় রোনালদোর গোল টুর্নামেন্ট থেকেই মরক্কোকে বিদায় করে দিয়েছে।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ম্যান রোনালদো। তার স্কোরেই ১-০ গোলের লিড নেয় পর্তুগিজরা। কর্নার থেকে জোয়াও মোউতিনহোর উড়ে আসা বলে হেড করে গোল করেন রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো। এবারের আসরে এটি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চতুর্থ গোল। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে উঠলেন রোনালদো (৮৫)। স্পেনের কিংবদন্তি ফেরেন্স পুসকাসকে (৮৪) টপকে যান তিনি। শীর্ষে আছেন ইরানের আলি দাঈ (১০৯টি)।
ম্যাচের অষ্টম মিনিটে আবারো জ্বলে উঠেন রোনালদো। তবে, তার শটটি রুখে দেন মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদি। ম্যাচের ১৯তম মিনিটে নাবিল দিরারের একটি শট হতাশা বাড়ায় মরক্কোর। ৩২ বছর বয়সী রাইটব্যাকের জোরোলো শট রুখে দেন পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিকো। ২৭ মিনিটে পেনাল্টির আবেদন করেছিল মরক্কো, রেফারি তাতে সাড়া দেননি।
৩২ মিনিটে মরক্কোর ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় পর্তুগাল। রোনালদোর জোরালো শট ডিফেন্সে বাধা পায়। ৪১ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ চালায়। এবারো পস্তুত ছিলেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিকো। পাল্টা আক্রমণে রোনালদোর বাড়ানো বলে গঞ্জালো গুয়েডেস শট নিলেও এক হাতে বল ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক মোহামেদি। যোগ করা অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা না পেলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। বল পজিশনে এগিয়ে ছিল মরক্কো (৫১ শতাংশ)।
বিরতির পর দারুণ কিছু আক্রমণ চালায় মরক্কো। তবে, ফিনিশিংয়ের অভাবে বারবার ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। ম্যাচের ৫১তম মিনিটে হোসে ফন্তের থেকে ফাঁকায় দাঁড়ানো রোনালদো বল পেয়েছিলেন। নিজের দ্বিতীয় গোলের সহজ সুযোগ নষ্ট করেন গোলবারের উপর দিয়ে বল পাঠিয়ে দিয়ে। ৫৫ মিনিটে মরক্কোর উইঙ্গার আমরাবাতের জোরালো শট রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিক।
এরপর নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন মরক্কোর অধিনায়ক মেধি বেনাশিয়া। ৬০ মিনিটের মাথায় পর্তুগালের ডি-বক্সে সেট পিস থেকে বল পেয়েছিলেন জুভেন্টাসের এই সেন্টারব্যাক। বলে শট নেওয়ার যথেষ্ট সময়ও পেয়েছিলেন, কিন্তু তার শট গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল পর্তুগালের বক্সে পান মরক্কোর তারকা বেনাশিয়া। ঠিকঠাক মতো হেড করতে না পারায় আরেকবার গোলবঞ্চিত হয় মরক্কো। ৮১ মিনিটে দিরারের আরেকটি জোরালো শট পর্তুগালের গোলবারের উপর দিয়ে চলে যায়।
চার মিনিট পর মরক্কোর বক্সের ঠিক সামনেই ফ্রি-কিক পায় পর্তুগাল। শট নিতে আসেন রোনালদো। তার জোরালো শটটি মরক্কোর তৈরি করা ডিফেন্সে বাধা পায়। খেলার ৯০ মিনিটে পর্তুগালের ডিফেন্স চিঁড়ে বল নিয়ে ঢুকেছিলেন জিয়েচ, শটও নিয়েছিলেন, তবে, পর্তুগালের ভাগ্যটা ভালো হওয়ায় ডিফেন্সের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল দিক বদল করে। যোগ করা সময়ে আবারো পর্তুগালের রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিল মরক্কো। তবে, বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল।
আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে পর্তুগাল। আর স্পেনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে মরক্কো। ১-০ ব্যবধানে হেরে এক ম্যাচ হাতে রেখেই ২০ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন পর্ব শেষ হলো মরক্কোর।
সারাবাংলা/এমআরপি