।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার জিকো ফুটবল বিশ্বকাপ শেষে ঢাকা আসবেন। এমনটিই জানিয়েছে ব্রাজিলের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জোয়ান তাবাজারা ডি অলিভিয়ারা।
বুধবার (২০ জুন) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ব্রাজিলের গ্লোবো টেলিভিশন থেকে আসা তিন সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোর মতবিনিময়কালে রাষ্ট্রদূত এ কথা বলেন।
তিনি আরও জানান, ব্রাজিলের ইচ্ছা আছে বাংলাদেশে একটি ফুটবল একাডেমি খোলার যেটার জন্য কাজ করতে খুব শিগগিরই ব্রাজিল থেকে সিনিয়র ফুটবলারদের একটি টিম আসবে। এ দলে জিকো এবং রোমারিওর মতো খেলোয়াড়রা থাকবে। জিকো ইতোমধ্যেই ঢাকায় আসার ইচ্ছা ব্যাক্ত করেছেন। আশা করা যাচ্ছে বিশ্বকাপ শেষেই তিনি ঢাকায় আসবেন।
ব্রাজিল থেকে আসা তিন সাংবাদিক ক্লেটন কনসারভানি, ইগোর আবরেইউ এবং তাদের ক্যামেরা ক্রু মিখালেয় বেনটো বাংলাদেশে এসেছেন বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উন্মাদনা দেখতে এবং তা ব্রাজিল ও সারা বিশ্বকে জানাতে।
সাংবাদিক ক্লেটন জানান, বাংলাদেশে তিনি ফুটবলের এমন নিবেদিত প্রাণ সমর্থক দেখেছেন যে তার মনে হয়েছে তিনি ব্রাজিলেই আছেন।
এক প্রশ্নে জবাবে ক্লেটন বলেন, ব্রাজিলে এ বছর বিশ্বকাপে তেমন কোনো উচ্ছ্বাস উদ্দীপনা নেই কারণ, গত বিশ্বকাপে জার্মানির সঙ্গে ৭-১ গোলে হারার পরে ব্রাজিলের মানুষরা ফুটবল নিয়ে আসলেই হতাশ। তারা এ বছর মোটেই জানতে চায় না কোন খেলোয়াড় কী চুলের স্টাইল করেছে বা কাকে দেখতে কেমন দেখাচ্ছে তারা শুধু খেলোয়াড়দের ফুটবলের নৈপুণ্য দেখতে চায়।
ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, তারা বাংলাদেশের সঙ্গে সত্যিই একটি দারুণ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সুযোগ দেখছেন যা তৈরি হয়েছে ফুটবল সমর্থকদের মধ্য দিয়ে।
ব্রাজিল থেকে আসা এই তিন সাংবাদিক আগামী ২২ জুন নারায়ণগঞ্জের ব্রাজিল হাউজে যাবেন যেখানে তারা সবাইকে নিয়ে ব্রাজিল বনাম কোস্টারিকার খেলা উপভোগ করবেন।
সারাবাংলা/এমএ/জেএইচ