শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার
২০ জুন ২০১৮ ২০:৪২
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে একের পর এক ফাউলের শিকার হয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এবার কোস্টারিকার বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। তার আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলনে ছিলেন না পিএসজি তারকা। সেটা নিয়ে বেশ শঙ্কায় পড়েন ব্রাজিল সমর্থকরা। তবে, বুধবার দলের অনুশীলনে ফিরেছেন নেইমার।
গতকাল অনুশীলনে না থাকলেও নেইমার গণমাধ্যমে জানিয়েছেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার জন্য লক্ষ্য স্থির করিনি, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চাই। আমার প্রধান লক্ষ্য দেশের জার্সিতে বিশ্বকাপ শিরোপা জেতা।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, নেইমার ভালো আছে। গতকাল তার সঙ্গে অনুশীলন করানো হয়নি পাওলিনহো, থিয়াগো সিলভাদের। ফিজিওথেরাপিস্টের অধীনে তাদের জিমে কাজ করানো হয়েছে।
ব্রাজিল টিম ডক্টর রদ্রিগো লাসমার জানিয়েছেন, একটা বড় ম্যাচের পর এমনটা স্বাভাবিক। ব্রাজিল সমর্থকদের জন্য শঙ্কার কিছু নেই, ফুটবলারা সবাই ভালো আছে। সুইজারল্যান্ডের খেলোয়াড়রা আমাদের বেশ ভুগিয়েছে। কিন্তু আমাদের ধারনা প্রতিটি ম্যাচেই এ ধরনের ঘটনা ঘটবে। আমাদের নিজেদের রক্ষা করেই এগিয়ে যেতে হবে। নেইমার পুরোপুরি ফিট, তাকে যেভাবে ফাউলগুলো করা হয়েছে তাতে বড় ধরনের ইনজুরির শঙ্কা ছিল।
১৯৯৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের তারকা অ্যালান শেহরিয়ারকে সর্বোচ্চ ১১ বার ফাউল করা হয়েছিল। সুইজারল্যান্ডের খেলোয়াড়রা নেইমারকে ফাউল করেছেন ১০ বার। ২২ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
সারাবাংলা/এমআরপি