আবারও বর্ষসেরা অধিনায়ক প্যাট কামিন্স
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪
২০২৩ সালটা যেভাবে কেটেছে প্যাট কামিন্স আর অস্ট্রেলিয়ার, সেই তুলনায় ২০২৪ সালটা তেমন ঘটনাবহুল নয়। কারণ আগের বছর টেস্ট চ্যাম্পিয়শিপের পর ওয়ানডে বিশ্বকাপ জেতাকে টপকে যাবে এমন কীর্তি আর হলো কই! তবুও অধিনায়ক কামিন্স ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। দলীয় সাফল্য আর নিজের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’-এর বর্ষসেরা পুরুষ অধিনায়কের পুরস্কার। ২০২৩ সালেও ক্রিকইনফোর বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন এই ডানহাতি পেসার।
২০২৪ সালে তার অধীনে ৯ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, জিতেছে ৬টি, হেরেছে ২টিতে। আর একটি হয়েছে ড্র। আর দুই ওয়ানডে খেলে জয় একটি, হার একটিতে। গত বছর জিতেছে দুটি টেস্ট সিরিজ, একটি ড্র হয়েছে। তবে ঘরের মাঠে হেরেছে টানা দুই টেস্ট। ২০১৬ সালের পর প্রথমবারের মতো এমন কিছু হজম করতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা, সাথে ফুঁসে ওঠে মিডিয়াও।
আর এখানেই নেতৃত্বের কারিশমা নিয়ে হাজির হন কামিন্স। ভক্ত-সমর্থকদের সাথে মিডিয়াকেও আশ্বস্ত করেন তিনি, অস্ট্রেলিয়ার ক্রিকেট ঠিক পথেই আছে। এমন সমালোচনার মধ্যেই ঘরের মাঠে দশ বছর পর দলকে জেতান বোর্ডার-গাভাস্কার ট্রফি। কামিন্সের অধীনে টেস্টের সম্ভাব্য সকল মর্যাদার লড়াই জিতেছে অজিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আছেই, আছে ঐতিহ্যের অ্যাশেজও।
টেস্ট অধিনায়ক হিসেবে গত বছরই নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন কামিন্স। জয়-পরাজয়ের মানদণ্ডে ২০১০ সালের পর থেকে কমপক্ষে ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনি। এমনকি সর্বকালের সেরা দশ অধিনায়কের তালিকাতেও নাম লিখিয়ে ফেলেছেন।
নেতৃত্বের সাথে ব্যাটে-বলেও সমানে লড়েছেন কামিন্স। বিশেষত যখন দল ছিল বিপদে। ২০২৪ সালে আলাদা করে তার কয়েকটি ইনিংসের কথা বলা যায় আলাদা করে। গ্যাবাতে উইন্ডিজের বিপক্ষে হারা টেস্টে অপরাজিত ৬৪, নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়ায় নেমে ৩২*। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এমসিজিতে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ম্যাচ জেতানো।
তবে সেরাটা জমিয়ে রাখেন সেই এমসিজিতে বক্সিং ডে টেস্টের জন্য। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুই ইনিংসে করেন ৪৯ ও ৪১। দুই ইনিংসে নেন তিনটি করে উইকেট। তারাও সিরিজ জিতে নেন ২-১ ব্যবধানে।
বর্ষসেরা অধিনায়ক হওয়ার দৌড়ে কামিন্সের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতকে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো রোহিত শর্মা। এই অধিনায়কের নেতৃত্বেই ২০১৩ সালের পর আইসিসির কোনো শিরোপা জেতে ভারত।
সারাবাংলা/জেটি