রিকি পন্টিংকে ফাহিমের কড়া জবাব
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯
আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আর চার দিন পর। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর যাবে? অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, আট দলের প্রতিযোগিতায় বাংলাদেশ অষ্টম হবে। টুর্নামেন্টে আফগানিস্তান খেললেও আট দলের মধ্যে বাংলাদেশ সবার নিচে থাকবে বলেছেন পন্টিং। অজি অধিনায়কের এমন কথার পাল্টা কড়া প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম।
গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে জানিয়ে নাজমুল আবেদিন বলেছেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ পেলে দেখিয়ে দিবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ২০ তারিখে দুবাইতে ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুবাই পৌঁছে সেখানে অনুশীলন করছেন ক্রিকেটাররা।
পন্টিং বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন দুদিন আগে। তার জবাবে নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেছেন, ‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।’
‘কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’-যোগ করেন নাজমুল আবেদিন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গী নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ভারতের ম্যাচের পর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল আবেদিন ফাহিম রিকি পন্টিং