চ্যাম্পিয়নস ট্রফি: আপনার যা যা জানা দরকার
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫
দুয়ারে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ৮ বছর বিরতির পর মাঠে গড়াচ্ছে ওয়ানডের এই মর্যাদার লড়াই। এবারের আয়োজক পাকিস্তান। অবশ্য ভারত সেখানে খেলতে যেতে রাজি না হওয়াতে হাইব্রিড মডেলে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারতের সবগুলো ম্যাচ। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিকতা। পুরো আসরে খেলা আলাদা চারটি ভেন্যুতে হবে ১৫টি ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা করবে আটটি দল।
এর আগে এক নজরে দেখে নিন এবারের চ্যাম্পিয়নস ট্রফির আদ্যোপান্ত, খুঁটিনাটি-
কারা কারা খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে?
দুটি গ্রুপে ভাগ হয়ে ৮ দল খেলবে এবারের টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপের চার দল পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এক নজরে চ্যাম্পিয়নস ট্রফির সব স্কোয়াড
কী ফরম্যাটে হবে চ্যাম্পিয়নস ট্রফি?
২০০৬ সাল থেকে ৮ দল নিয়েই হয়ে আসছে চ্যাম্পিয়নস ট্রফি। অংশগ্রহণকারী ৮ দলকে ভাগ করা হয় দুটি আলাদা গ্রুপে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। সেমিফাইনালে জয়ী দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইনালে।
কোথায় দেখবেন?
টিভি, রেডিও ও লাইভ টেলিকাস্ট; তিনভাবে উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ। ৮০টি দেশের দর্শক আইসিসির টিভিতে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচই। এছাড়াও আইসিসির ওয়েবসাইটে থাকছে লাইভ স্কোরও।
অংশগ্রহণকারী ৮ দেশের বাইরেও বেশ কয়েকটি দেশের সম্প্রচার মাধ্যম চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ সরাসরি দেখাবে। সবচেয়ে বড় আয়োজন করেছে ভারতের জিও স্টার নেটওয়ার্ক। ১৬টি ফিডে ৯টি ভিন্ন ভাষায় টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে জিও স্টার। স্বাগতিক পাকিস্তানে খেলা দেখাবে পিটিভি ও টেন স্পোর্টস। মাইকো ও তামাশা অ্যাপেও খেলা উপভোগ করতে পারবেন পাকিস্তানিরা।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো সরাসরি দেখাবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এছাড়াও টফি অ্যাপে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শক।
টিভি ও অ্যাপ ছাড়াও উপভোগ করা যাবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। বাংলাদেশসহ ৬টি দেশের রেডিওতেও শোনা যাবে ম্যাচের ধারাভাষ্য। বাংলাদেশে রেডিও শাহিন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এ শোনা যাবে ম্যাচের বিস্তারিত।
প্রাইজমানি কত?
এবারের আসরের বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা। ফাইনালে উঠতে না পারা দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।
গ্রুপ পর্বের প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।
এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।
সারাবাংলা/জেটি
আইসিসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট ভারত ক্রিকেট দল