Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালের বিপক্ষে একজন মুস্তফা হাজী দরকার ছিল


২০ জুন ২০১৮ ২২:৫৬

আব্দুল আজীজ, সাবেক ফিফা রেফারি

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পরল মরক্কো। যদিও প্রথম দল হিসেবে বাদ পরার মত বাজে তারা খেলেছে বলে মনে করি না। ফুটবল তারা ভালই খেলেছে, তবে ফুটবল খেলার মূল উদ্দেশ্য যে গোল দেওয়া, এটা মনে হয় তাদের জানা নাই।

তাদের যে এটাকগুলোতে পোস্টে শট হওয়া উচিত ছিল, তারা সেগুলা মেরেছে পোস্টের বাইরে। কয়েকটা পোস্টে যাওয়া বল আবার গোলকিপার নস্যাৎ করে দিয়েছে, তারপরেও শুধু ভাগ্যকে দোষ দিয়ে পার পাওয়া যায় না। তাহলে পৃথিবীর সবকিছুতেই অজুহাত দেওয়া যায়। ১৯৯৮ সালে মুস্তফা হাজী নামে তাদের যে স্ট্রাইকার ছিল, সেই মানের স্ট্রাইকার সম্ভবত বর্তমান দলে নেই।

গোল না হয় দিতে পারল না, দুটি গোল যে খেল মরক্কো তাদের প্রথম দুই খেলায়, সেগুলোতো এড়ানো যেত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে রেখেছে তারা আনমার্ক করে, যেখানে অন্য দলগুলো মেসি আর নেইমারের বডিগার্ড নিয়োগ করে সেখানে কর্নারে রোনাল্ড এভাবে খালি থাকে কিভাবে? অবশ্য রোনাল্ডো হচ্ছেন রোনাল্ডো, গোল আদায় করে নিতে জানেন তিনি তার মতই।

তবে পর্তুগালের রোনাল্ডোর প্রতি নির্ভরতা কমানো হবে। সত্যি কথা বলতে দল হিসেবে তাদের এখন পর্যন্ত দুর্দান্ত মনে হয় নি আমার কাছে, স্পেনের সাথে তারা ড্র করলেও আমার কাছে মনে হয়েছে দল হিসেবে স্পেন ভাল ছিল। পর্তুগাল যত টুর্নামেন্টে আগাবে, বড় বড় দলগুলো সামনে আসবে, তারা রোনালদোর কাছে বল যোগানোর সাপ্লাই বন্ধ করার ব্যবস্থা করবে।

আগামিকাল আর্জেন্টিনার খেলা, তার পরের দিন ব্রাজিল। ক্রোয়েশিয়া শক্তিশালী দল। যদি মেসি অকেজো থাকে তাহলে বরং আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ভাল বিপদ আছে। তবে আমার মনে হয় না আইসল্যান্ডের মত ক্রোয়েশিয়া বাস পার্ক করে রাখবে ডিফেন্সে। সে ক্ষেত্রে মেসির গোল করার সম্ভাবনা বাড়বে। অসাধারণ ডিফেন্স ছাড়া মেসিকে আটকানো কঠিন।

বিজ্ঞাপন

ব্রাজিলের নেইমার নাও খেলতে পারে এমন কথা শোনা যাচ্ছে। তবে মেসি ছাড়া আর্জেন্টিনা আর নেইমার ছাড়া ব্রাজিল এক ব্যাপার না। নেইমার ছাড়াও ব্রাজিল শক্তিশালী। লাতিন আমেরিকার এই দুই দল কি ট্যাকটিকস নিয়ে আসবে জানি না, তবে গোল না পেলে সেটা কেউ জানতেও চাবে না। শিল্পের আগে পেটের খিদা মিটাতে হয়, অস্তিত্ব না থাকলে আবার শিল্প কি? দুর্দান্ত ফুটবল বলে কিছু যদি থাকে ফুটবলে সেটা গোল দেওয়ার জন্য অন্য কিছুর জন্য না।

ছোট বেলায় পরীক্ষা দিতে গেলে মা বাবার দোয়া নিয়ে যেতাম, এখন নিজেদের বাচ্চাদের এভাবে দোয়া দেই, আর্জেন্টিনা-ব্রাজিলকেও দোয়া দিয়ে দিলাম, অন্তত এত তাড়াতাড়ি এদের কারও বিদায় চাই না।

শ্রুতিলিখনঃ রাসয়াত রহমান জিকো

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর