Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিকে বিদায় করে নক আউট পর্বে উরুগুয়ে


২০ জুন ২০১৮ ২২:৫২ | আপডেট: ২১ জুন ২০১৮ ১০:৪১

সারাবাংলা ডেস্ক ।।

রুস্তভ-ন-দন্যুতে রাশিয়া বিশ্বকাপের ১৯তম ম্যাচে মাঠে নামে উরুগুয়ে এবং সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচে হারা সৌদিকে ১-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। দেশের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামা লুইস সুয়ারেজের একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে। বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ‘এ’ গ্রুপ থেকে বিদায় নিতে হলো টানা দুই ম্যাচে হারা মোহামেদ সালাহর মিশর আর এই ম্যাচে হেরে যাওয়া সৌদি আরবকে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে পয়েন্ট তালিকায় এগিয়ে নামে কাভানি-সুয়ারেজদের উরুগুয়ে। ‘এ’ গ্রুপে সৌদির বিপক্ষে জিতলে দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ী উরুগুইয়ানরা দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটবে-সমীকরণটা এমনই ছিল। তাতে, বিদায় নিতে হলো সৌদি এবং মিশরকে। সৌদি এবং মিশরকে হারিয়ে টানা দুই ম্যাচ জেতা স্বাগতিক রাশিয়া ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট অনেকটাই নিশ্চিত করেছে। রাশিয়া এবং উরুগুয়ে টানা দুই ম্যাচ জিতে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট।

ম্যাচের ১২তম মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের তারকা কাভানি। সতীর্থের বাড়ানো বলে শট নিলে সেটা গোলবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ২৩ মিনিটের মাথায় লিড নেয় উরুগুয়ে। কার্লোস সানচেজের কর্নার থেকে উড়ে আসা বল আনমার্ক থাকা বার্সেলোনার তারকা সুয়ারেজ পান। বাঁপায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন তিনি। সৌদির গোলরক্ষক বল ক্লিয়ার করতে আগেই জাল ছেড়ে দেওয়ায় সুয়ারেজের কোনো সমস্যাই হয়নি দলকে ১-০ গোলে এগিয়ে নিতে।

২৭ মিনিটের মাথায় হাতাম বাহরিবের দারুণ একটি সুযোগ নষ্ট হলে সমতায় ফেরা হয়নি সৌদির। দুই মিনিট পর আবারো বাহবিরের ঝলক। এবার আল শাহরানিকে বল বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু, উরুগুয়ের সামলে উঠা ডিফেন্স সে যাত্রায় রক্ষা করে দলকে। ৩৮ মিনিটের মাথায় গোলবারের ৩০ গজ দূর থেকে অযথাই শট নেন সৌদির আল দৌওসারি। গোলবারের উপর দিয়ে বল চলে গেলে কোনো পরীক্ষাই দিতে হয়নি উরুগুয়ের গোলরক্ষক মুসলেরাকে।

বিজ্ঞাপন

বিরতির আগে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোছালো আক্রমণ না হলে দুই দলই গোলের দেখা পায়নি। ফলে, ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে সৌদির ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেন সুয়ারেজ। তবে, ডিফেন্সে বাধা পায় বল। ৬৯ মিনিটে সৌদির আল ফারাজের নেওয়া শট সরাসরি নিজের গ্লাভসবন্দি করেন মুসলেরা। ৭৮ মিনিটে সৌদির বক্সে জটলার মধ্যে বল পেলেও তিন উরুগুইয়ানের কেউই জালে বল জড়াতে পারেননি। ৮০ মিনিটে তোরেইয়ার জোরালো শট কাভানির গায়ে লেগে দিক পরিবর্তন করলে সেই সুযোগেও গোলের দেখা পায়নি উরুগুয়ে। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।


প্রথম বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে, প্রথম চারবারের দুবারই শিরোপা উঠেছে তাদের হাতে। এরপর লম্বা একটা সময় বিস্মৃতিতে হারিয়ে যাওয়ার পর উরুগুয়ে আবার ফিরেছে বিশ্বকাপে। তবে নিজেদের দিনে যে কোনো দলকেই বিপদে ফেলার সামর্থ্য আছে সুয়ারেজ-কাভানিদের। বিশ্বের সেরা ফরোয়ার্ডদের দুজনই একসঙ্গে আছেন। অন্য অনেক দলেই যেমন দুজন বিশ্বমানের স্ট্রাইকারকে একসঙ্গে খেলাতে গিয়ে হিমশিম খেয়ে যান কোচরা, উরুগুয়ের তেমন হয়নি। কাভানি-সুয়ারেজের যুগলবন্দিই তাদের বড় সম্পদ। তবে মধ্যমাঠ ঠিকঠাক খেললে ভালো কিছুর আশা উরুগুয়ে করতেই পারে। বিশ্বকাপে ১২ বার অংশ নিয়ে ২ ফাইনাল খেলে ২ বারই চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এবারের আসরের শুরুটা অনেকটা উজ্জ্বলই হয়েছে তাদের।

অন্যদিকে, ২০০৬ সালে সর্বশেষ অংশ নেয়ার পর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে সৌদি আরব। ১৯৯৪ থেকে টানা চার বিশ্বকাপে তারা ছিল নিয়মিত। এরপর এক যুগেরও বিরতির পর সৌদি আরব আবার ফেরে বিশ্বকাপে। বিশ্বকাপে ৪ বার অংশ নিয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠাই ছিল সৌদি আরবের সেরা অর্জন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর