Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অর্জন কী?

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১

১৯৯৮ সালে আইসিসি নক আউট কাপ নামে পথচলা শুরু হয়েছিল টুর্নামেন্টটির, ২০০৬ সালের পর থেকে যা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হিসেবে পরিচিত। সেই আসর থেকে কেবল আইসিসির পূর্ণ সদস্যরাই প্রতিদ্বন্দ্বিতা করে আসছে এই টুর্নামেন্টে। প্রথম আসরের আয়োজক হলেও অবশ্য সেবার খেলা হয়নি বাংলাদেশের।

তবে ২০০০ সাল থেকে সর্বশেষ ২০১৭ পর্যন্ত সব কয়টি আসরেই খেলেছে বাংলাদেশ। তবে সাফল্য এসেছে যৎসামান্য। সাতটি আসরে খেলে জিতেছে কেবল দুটি ম্যাচে। ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরে কার্ডিফে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের ঐতিহাসিক ২২৪ জুটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো উঠেছিল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। আইসিসি ইভেন্টে সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

বিজ্ঞাপন

অবশ্য ভারতের বিপক্ষে হেরে সেবার বিদায় নিতে হয় সেমি থেকে। এবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের অষ্টম চ্যাম্পিয়নস ট্রফির মিশন।

কার্ডিফের সেই বিখ্যাত ম্যাচের আগে কেবল এক জয় ছিল বাংলাদেশের। ২০০৬ সালের আসরে ভারতের জয়পুরে জিম্বাবুয়েকে ১০১ রানের ব্যবধানে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়ের খাতা খুলে দলটা। শাহরিয়ার নাফিসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩১ রান তুলে জিম্বাবুয়েক ১৩০ রানে অল আউট করে দেয় বাংলাদেশ।

এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ১২ ম্যাচ খেলে কেবল দুই জয় বাংলাদেশের। হেরেছে ৯টিতে, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ।

সারাবাংলা/জেটি

আইসিসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর