চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে হৃদয় নাকি জাকের?
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ১৩ ফেব্রুয়ারি রাতে দেশ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে বাংলাদেশ কোন একাদশ বেছে নেবে সেটা নিয়ে চলছে আলোচনা। আর আলোচনার বড় অংশ জুড়ে তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক।
বাংলাদেশ দলের স্কোয়াড ও সম্প্রতিক পারফরম্যান্স বিচারে বলা যায় বোলিং সাইড নিয়ে খুব বেশি উলট-পালট হওয়ার সম্ভবনা কম। তিন পেসারের সঙ্গে একাদশে দুই স্পিনার থাকার সম্ভবনাই বেশি। তবে ব্যাটিং অর্ডার কেমন হবে তা নিয়েই যতো আলোচনা।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ যে সাত ব্যাটার নিয়েই একাদশ সাজাবে তাতে খুব বেশি সন্দেহ নেই। সাত ব্যাটারের মধ্যে ছয়জন মোটামুটি নিশ্চিত। এক থেকে তিন নম্বরে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চিত।
মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও নিশ্চিত। মেহেদি হাসান মিরাজও যে একাদশে থাকবেন তা মোটামুটি নিশ্চিত। তবে মিরাজের ব্যাটিং অর্ডার কতো নম্বর হবে এবং সাত নম্বর ব্যাটারটি কে হবেন তা নিয়ে বাড়তি ভাবনা। স্কোয়াডে তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক আছে। দুই জনই একাদশে জায়গা পাওয়ার দাবিদার।
গত এক-দেড় বছরে তাওহিদ হৃদয় ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা পারফরমার। জাতীয় দলে অনেকটাই থিতু তিনি। জাকের আলি অনিকও সম্প্রতি দারুণ পারফর্ম করেছেন। তবে সাত ব্যাটার নিয়ে একাদশ সাজালে দুজনকে একসাথে একাদশে জায়গা দেওয়া কঠিন। সেক্ষেত্রে দুজনের একজনকে হয়তো নির্বাচন করতে হবে টিম ম্যানেজমেন্টকে।
শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় যদি সুযোগ পান তাহলে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং অর্ডার নিয়ে তৈরি হবে বাড়তি ভাবনা। গত দুই সিরিজে চার নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মিরাজ এবং তাতে দারুণ সফলও হয়েছেন। গত দুই সিরিজে চার নম্বরে ছয় ইনিংস খেলে তিনটিতেই পঞ্চাশের বেশি রান করেছেন মিরাজ। ইনজুরির কারণে সেই সিরিজ দুটিতে ছিলেন না তাওহিদ হৃদয়। এখন হৃদয় ফিরলে মিরাজকে কি নিচে নামিয়ে দেওয়া হবে? সেক্ষেত্রে জাকির আলি অনিকের বদলে সাত নম্বর পজিশনে দেখা যেতে পারে মিরাজকে।
আর মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে না চাইলে একাদশে থাকতে পারেন জাকের আলি অনিক। শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষেত্রে দারুণ কার্যকারী জাকের দলের প্রয়োজনে ধরে খেলতেও পারেন। জাকের সাত নম্বরে ব্যাটিং করলে মিরাজকে চার নম্বরে দেখা যেতে পারে। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।
২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচের পর ২৪ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।
সারাবাংলা/এসএইচএস
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জাকের আলি অনিক তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ