Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ওলোটপালট ফল হচ্ছে: প্রধানমন্ত্রী


২০ জুন ২০১৮ ২৩:১৫ | আপডেট: ২১ জুন ২০১৮ ১৫:১৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাশিয়ায় চলমান বিশ্বকাপের ম্যাচগুলো দেখছেন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি খেলা দেখছি। তবে, এবার ফুটবলে ওলোটপালট ফল হচ্ছে।’

বুধবার (২০জুন) সন্ধ্যায় গণভবনে এশিয়া কাপ চ্যাম্পিয়ন নারী ক্রিকেটারদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নারী ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ১১ লাখ টাকার চেক, বিশেষ নৈপূণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে নারী ক্রিকেটের জয়যাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি

সালমা-জাহানারাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ক্রিকেটারদের যে জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে।’

প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন এবং দেশে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এছাড়া নারীদের এ কীর্তিতে মেয়েদের মধ্যে ক্রিকেট আরো জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি দেশে খেলাধুলার প্রতি মেয়েদের অনুরাগ বাড়বে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ক্রিকেট খেলায় মেয়েদের পাওয়া কঠিন ছিলে। খেলোয়াড় পাওয়া যেত না, রক্ষণশীল সমাজ, নানা দিকে থেকে বাধা ছিলে। আশার কথা, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে। তারা সাফল্যা পাচ্ছে।’

নারী ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অনুষ্ঠানে দাবি করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পাবলিক বাসে মেয়েদের চড়া নিয়ে ফেসবুক ও পত্রিকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

‘মেয়েদের ম্যাচ ফি ৬০০ টাকা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে নারী-পুরুষ কোনো বৈষম্য নেই।’, যোগ করেন পাপন।

সারাবাংলা/এমএম/জেএইচ

 

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর