Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডু অর ডাই ম্যাচ আর্জেন্টিনার, ফ্রান্সের সুযোগ


২০ জুন ২০১৮ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহিদ হাসান এমিলি

পর্তুগাল এ ম্যাচে জিতলেও আমার কাছে মনে হয়েছে মরক্কো বেটার ফুটবল খেলেছে। তবে, প্রথমেই গোল পেয়ে একটু বাড়তি সুবিধা পেয়েছে পর্তুগাল। এক গোলকে কেন্দ্র করে পর্তুগাল খেলার পরিকল্পনা হয়তো পরিবর্তন করে ফেলেছে। রোনালদোদের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল পরের রাউন্ডে যাওয়ার জন্য। তাই হয়তো একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে পর্তুগাল।

তবে, মরক্কো অনেক চেষ্টা করেছে সমতায় ফিরতে। অনেক সুযোগ নষ্ট করেছে তারা। এক্ষেত্রে বলবো পর্তুগালের ভাগ্যও সহায় করেছে খানিক আমার কাছে মনে হয়েছে।

এদিকে ইরান যদি আজকের ম্যাচটা স্পেনের কাছে হেরে যায় তাহলে পর্তুগালের জন্য নকআউট পর্বে যাওয়া সহজ হয়ে যাবে। তবে স্পেনকে ইরান রুখে দিলে স্পেনের জন্যও কঠিন হয়ে যাবে নক আউট পর্ব। কারণ ইরান এক ম্যাচে জিতে কিন্তু এগিয়ে আছে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জন্য বৃহস্পতিবারের ম্যাচ ডু আর ডাই ম্যাচ হবে। ক্রোয়েশিয়া যেহেতু নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে। তাই আর্জেন্টিনাকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। আর পয়েন্ট খুইয়ে দিলে নাইজেরিয়ার সাথে ভুগতে হতে পারে আর্জেন্টিনাকে। আবার আইসল্যান্ডও ছেড়ে দেবে না কোনও দলকে।

গ্রুপটাই ডেথ অব গ্রুপ এবারের বিশ্বকাপের। পরের ম্যাচে মেসির উপরে পাহাড়সম চাপ থাকবে। খেলা বের করে আনতে হবে তাকে। তবে, আইসল্যান্ড যেভাবে মেসিকে আটকে দেয়ার চেষ্টা করেছে ক্রোয়েশিয়াও সেই কৌশল অবলম্বন করবে। মেসিকে আটনাকো না গেলে সে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। আবার ক্রোয়েশিয়ার দলটাও দারুণ শক্তিশালী। মদরিচ, মানজুকিচ-রাকিটিচরা দারুণ ফর্মে আছে। তারা যোগ্যতার প্রমাণ দিয়েছে ইতোপূর্বে। তাই ম্যাচ থেকে তারাও চাই পয়েন্ট বের করে নিতে। তবে, আইসল্যান্ডের মতো বাস পার্ক করবে না হয়তো তারা। তবে, পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবে ক্রোয়েশিয়া।

নক আউট পর্বে যেতে তাই মেসি-আগুয়েরোদের জয়ের বিকল্প নেই মনে হচ্ছে। তিন পয়েন্ট নক আউট পর্ব নিশ্চিত করার জন্য নেয়া সবচেয়ে বেশি প্রয়োজন মেসিদের।

অন্য ম্যাচে পেরুর বিপক্ষে ফ্রান্স এগিয়ে থাকবে। পেরু শক্তিশালী দল হলেও ফ্রান্স পুরো ভারসাম্য একটা দল। এ দলে সব পজিশনে বিশ্বমানের ফুটবলার আছে। যদিও প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। তবে, প্রথম ম্যাচগুলো একটু কঠিনই হয় সব দলগুলোর জন্য। ভুল-ত্রুটি শুধরে এই ম্যাচে ভালো করবে বলে মনে হচ্ছে পগবা-গ্রিজম্যানরা। এ ম্যাচ দিয়েই নক আউট পর্ব নিশ্চিত করতে পারে ফ্রান্স।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর