কস্তার গোলে ইরানকে হারাল স্পেন
২১ জুন ২০১৮ ০০:৫২ | আপডেট: ২১ জুন ২০১৮ ১০:৪০
সারাবাংলা ডেস্ক।।
অনেকটা সময় পর্যন্ত আটকে রেখেছিল স্পেনকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না ইরানের। ডিয়েগো কস্তার গোলেই কপাল পুড়ল তাদের, স্পেন পেল বিশ্বকাপে তাদের প্রথম জয়। শেষ দিকে চেষ্টা করেও গোল পায়নি ইরান, তবে পর্তুগালের সঙ্গে শেষ খেলার আগে এই ম্যাচ থেকে প্রেরণা নিতেই পারে। হেরে গেছে বটে, তবে সুযোগ কাজে লাগাতে পারলে এক পয়েন্ট পেতেই পারত ইরান।
ম্যাচের শুরুতে ইরানকেই মনে হচ্ছিল বেশি ধারাল। কিন্তু সময়ের সাথে সাথে স্পেন নিজেদের গুছিয়ে নেয়। তবে ইরান রক্ষণে ঢুকতে পারেননি কস্তারা, গোল করার সেরকম পরিষ্কার সুযোগও পাননি। ডেভিড সিলভার ফ্রিকিকটাই একটু বিপদ হতে পারত, ইরানের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তনও করেছিল। কিন্তু ইরানের গোলরক্ষক ছিলেন জায়গামতোই। প্রথমার্ধের শেষ দিকে সিলভা গোল পেয়েই গিয়েছিলেন। কিন্তু তাঁর শট ইরানের ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় পোস্টের পাশ ঘেঁষে।
আগের ম্যাচের প্রথম একাদশ থেকে এই ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে স্পেন। নাচো ও কোকের জায়গায় দলে এসেছেন দানি কারভাহাল ও লুকাস ভাজকেজ।
৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শটে ভাজকেজ গোল করেই ফেলেছিলেন। কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে গোলরক্ষক বেইরানভান্দ বিপদমুক্ত করেছেন দলকে, ঠেকিয়ে দিয়েছেন ফিরতি শটও।
অবশেষে ৫৩ মিনিটে গোল পেল স্পেন। মাঝমাঠ থেকে ইনিয়েস্তার দুর্দান্ত পাস খুঁজে নিল কস্তাকে। কিছুটা সৌভাগ্যই বলতে হবে, ইরানি ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে গেলে কস্তার পায়ে লেগেই তা ঢুকে যায় জালে।
ওই গোল খাওয়ার পরেই যেন জেগে ওঠে ইরান। ৬৪ মিনিটে গোলটা শোধ করেই ফেলেছিল। ফ্রিকিক থেকে বল জালে জড়য়ে উল্লাসে মেতে ওঠেন সাইদ এজতোলাহি, বদলি খেলোয়াড়েরা মাঠে ঢুকে শুরু করে দেন উদযাপনও। কিন্তু ২০ সেকেন্ড পর রেফারি রায় দেন, গোলটা অফসাইড থেকে হয়েছিল। পরে রিপ্লেতেও দেখা গেছে, অফসাইডই ছিল তা।
কিন্তু ওই গোলের পরও ইরান পেয়েছিল আরও সুযোগ। ৭৬ মিনিটে মেহেদী তারেমি একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি ক্রসে। তবে সবচেয়ে সুবর্ণ সুযোগটা পেয়ে যায় ৮৩ মিনিটে। ভাহিদ তামেরির দারুন ক্রস থেকে দুর্দান্ত এক হেড করেছিলেন তারেমি। কিন্তু তাঁর হেড একটুর জন্য চলে যায় বার উঁচিয়ে। গোলটা পেতে পেতেও পাওয়া হলো না ইরানের।
সারাবাংলা/ এএম