Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম জয়ের খোঁজে নামবে আর্জেন্টিনা


২১ জুন ২০১৮ ১১:০৮ | আপডেট: ২১ জুন ২০১৮ ১৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

গ্রুপ ‘ডি’ এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র করা আর্জেন্টিনার জন্য ম্যাচটি হতে চলেছে ডু অর ডাই ম্যাচ। নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে মেসি বাহিনী। নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জিতেছিল ক্রোয়েশিয়ানরা। বাংলাদেশ সময় রাত ১২টায় নিঝনি নভগোরদে লড়বে দুই দল।

সোনালী ট্রফি ছুয়ে দেখার আরেকটি সুযোগ আর্জেন্টিনার সামনে। এর আগে পুঁচকে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো করেনি গতবারের রানার্স-আপরা। স্বপ্নের সারথি মেসিকে নিয়ে বুনছে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন। প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে জয় বঞ্চিত হন বার্সা তারকা। তারপরও মেসিকে সামনে রেখেই দল উজ্জীবিত হবার অনুপ্রেরণা খুঁজছে। তবে, গ্রুপ পর্বে ছেড়ে কথা বলবে না মড্রিচ, রেকিটিচ, কোভাসিচ, মানজুকিচদের ক্রোয়োশিয়া।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার বিপক্ষে পয়েন্ট নষ্ট করলে সমস্যা বাড়বে আর্জেন্টিনার। দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ জর্জ সাম্পাওলি। বদল হতে পারে তার ফরমেশন। পর্তুগালের অধিনায়ক রোনালদোর দুরন্ত পারফরম্যান্সের জবাবে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক মেসির দিকে ওঠা আঙুলগুলিকে ভুল প্রমাণের লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইনরা।

নাইজেরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে ছন্দে রয়েছে ক্রোয়েশিয়া। প্রতিপক্ষ আর্জেন্টিনা দলে বদল আনলেও উইনিং কম্বিশন ধরে রাখতে চলেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা ১-০ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর