Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটে-বলে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ায় যারা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান স্কোরার ক্রিস গেইল ও সর্বোচ্চ উইকেট শিকারী কাইল মিলস

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা ঘাঁটতে বসলে একটু অবাকই হতে হয়। ব্যাটারদের তালিকার শীর্ষ দশেও নেই বর্তমানে খেলেছেন এমন কোনো ক্রিকেটার। তালিকার ১১তম অবস্থানে বিরাট কোহলি। বোলারদের তালিকায় ১৫তম অবস্থানে রবীন্দ্র জাদেজা। ব্যাটিং কিংবা বোলিংয়ে এখনও নিজেদের স্থান ধরে রেখেছেন সৌরভ গাঙ্গুলি, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, চামিন্দা ভাস, কাইল মিলসের মতো সাবেক তারকারা।

বিজ্ঞাপন

অবশ্য আগের দশকের মতো ঘনঘন বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হচ্ছে না ২০১৭ সালের পর থেকে। তাই তালিকার শুরুর দিকে এই যুগের বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা রবীন্দ্র জাদেজাদের খুঁজে পাওয়া যায় না। আট বছর পর আগামীকাল পাকিস্তানে পর্দা উঠছে টুর্নামেন্টটির নবম আসরের। এর আগে দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীদের।

সর্বোচ্চ রান

ক্রিস গেইল , ওয়েস্ট ইন্ডিজ

১৭ ম্যাচ

৭৯১ রান

৫২.৭৩ ব্যাটিং গড়

৮৮.৭৭ স্ট্রাইকরেট

১ ফিফটি

৩ সেঞ্চুরি

১৩৩* সর্বোচ্চ

সর্বোচ্চ উইকেট

কাইল মিলস, নিউজিল্যান্ড

১৫ ম্যাচ

২৮ উইকেট

১৭.২৫ বোলিং গড়

৪.২৯ ইকোনমি

৪/৩০ সেরা বোলিং ফিগার

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কাইল মিলস ক্রিস গেইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর