জিতলেই নক আউট পর্বে ফ্রান্স-ডেনমার্ক
২১ জুন ২০১৮ ১১:৩৮ | আপডেট: ২১ জুন ২০১৮ ১২:৫৭
স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে থাকা ফ্রান্স, পেরু, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক সবাই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সামারায় মাঠে নামবে অস্ট্রেলিয়া আর ডেনমার্ক। আর রাত ৯টায় ইয়েকাতেরিনবুর্গে নামবে ফ্রান্স-পেরু। নিজ নিজ ম্যাচে জয় তুলে নিতে পারলে শেষ ষোলোতে চলে যাবে ফ্রান্স-ডেনমার্ক। বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া এবং পেরুকে।
নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স এবং ডেনমার্ক। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফরাসিরা। আর পেরুকে ১-০ গোলে হারিয়ে শুরুটা বেশ ভালো করেছে ডেনমার্ক।
অস্ট্রেলিয়া-ডেনমার্ক:
সেই ১৯৭৪ সালে বিশ্বকাপে প্রথম খেলেছিল অস্ট্রেলিয়া। এরপরের আসর খেলার জন্য অপেক্ষা করতে হয়েছে ২০০৬ পর্যন্ত, সেবার উঠতে পেরেছিল দ্বিতীয় রাউন্ডে। ইতালির কাছে বিতর্কিত ওই গোলে হেরে যাওয়ার দুঃখ ভুলতে অবশ্য সময় লেগেছে তাদের। তবে এরপরের দুবারের চেষ্টায়ও পার করতে পারেনি প্রথম রাউন্ড। গতবারের আসরে টিম কাহিলের দুর্দান্ত গোল ছাড়া আর মনে রাখার মতো স্মৃতিও ছিল না।
নিজেদের প্রথম ম্যাচে হেরে এবারও যে প্রথম রাউন্ড পার করতে পারবে, সেটা জোর দিয়ে বলতে পারছে না সকারুজরা। আক্রমণে সেই কাহিলই এখনও ভরসা, গোল করার লোকের বড্ড অভাব। বাছাইপর্বে উঠতেও যথেষ্ট কাঠখর পোড়াতে হয়েছে, সব অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ২২টি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার ওপর কোচ বার্ট ফন মারউইক দায়িত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি।
এদিকে, ১৯৯২ ইউরোতে রূপকথা লিখে যে দলটি শিরোপা জিতেছিল, সেই উচ্চতায় ডেনমার্ক এরপর কখনোই যেতে পারেনি। ১৯৯৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বটে, কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে তাদের থাকতে হয়েছে দর্শক হয়েই। এবারের বাছাইপর্বের শুরুটাও ভালো হয়নি, শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে প্লে অফে হারিয়ে পেয়েছিল বিশ্বকাপের টিকিট। ক্রিশ্চিয়ান এরিকসেনের হ্যাটট্রিকে আবারও আট বছর পর বিশ্বকাপে খেলছে ডেনমার্ক। নিজেদের প্রথম ম্যাচেই পেরুকে হারিয়ে মিশনটা বেশ ভালো করেছে দেশটি। পরের পর্বে যাওয়ার আশা তারা করতেই পারে! বিশ্বকাপে চারবার অংশ নেওয়া ডেনমার্কের সেরা অর্জন বলতে ১৯৯৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা।
ফ্রান্স-পেরু:
এবারের বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে বড় জুয়াটা কে খেলেছে জানেন? সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের দল দেখলে দিদিয়ের দেশমের নাম নিশ্চিতভাবে চলে আসবে আপনার মাথায়। বেনজেমা, মার্শিয়াল, রাবিওত, লাকাজেতেসহ আরও অনেক পরীক্ষিতদের বাদ দিয়েই রাশিয়ায় এসেছেন ফ্রান্স কোচ। আস্থা রেখেছেন নবীন উসমান দেম্বেলে, নাবিল ফেকির, থোভিনদের ওপর। অভিজ্ঞতার চেয়ে তারুণ্যের দিকেই ঝুঁকেছেন ফরাসি কোচ। এর মধ্যে বড় ভরসা হিসেবে পগবা-গ্রিজমানরা তো আছেনই। কাগজে কলমে এই দলটা বিশ্বসেরা হতেই পারে।
তবে, এমন দল নিয়েও গত বার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল ফ্রান্স, ইউরোতে নিজ দেশে ফাইনালে উঠেও পারেননি। তবে, নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই পা এগিয়ে রেখেছে ১৯৯৮ সালের বিশ্ব জয়ী ফ্রান্স।
এদিকে, পেরুর জন্য এই বিশ্বকাপ বাকি ৩১ দলের চেয়ে অনেকটুকুই আলাদা। কারণ দুইটি। এক, ৩৬ বছর পর তারা ফিরেছে বিশ্বকাপে। সত্তরের দশকে যারা বিশ্বকাপে পর পর দুইবার কোয়ার্টার ফাইনালে খেলেছিল, তারাই আর খেলতে পারেনি। আর দুই নম্বর কারণ, বলিভিয়ার বিপক্ষে ভাগ্যে পাওয়া ওই তিন পয়েন্ট না হলে হয়তো বিশ্বকাপেই খেলা হতো না এবার। বাছাইপর্বে ওই ম্যাচটা বলিভিয়াই জিতেছিল, কিন্তু অবৈধ একজন খেলোয়াড় নামানোর জন্য বাতিল হয়ে যায় সেই জয়। তিন পয়েন্ট যায় পেরুর কাছেই। বাছাইপর্বে একটা সময় আট নম্বরে থেকেও শেষ পর্যন্ত পাঁচ নম্বরে থেকে শেষ করেছে। এরপর প্লে অফে নিউজিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে বিশ্বকাপ।
বিশ্বকাপে আসার আগে পেরুর সবচেয়ে বড় তারকা অধিনায়ক পাওলো গেরেরোকে ডোপ-পাপের জন্য বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিশ্ব মঞ্চে নেমে নিজেদের প্রথম ম্যাচেই ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে চারবার অংশ নেওয়া পেরু।
সারাবাংলা/এমআরপি