Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাই মেসির পাশে থাকুন: আর্জেন্টিনা কোচ


২১ জুন ২০১৮ ১২:৩৪

স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে যতটা প্রত্যাশা ছিল, প্রথম ম্যাচে তেমনটা খেলতে পারেনি আর্জেন্টিনা। নতুন দল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ফল আর্জেন্টাইন সমর্থকরা একেবারেই মেনে নিতে পারেননি। গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির পেনাল্টি মিসও দৃষ্টিকটু মনে হয়েছে তাদের কাছে। তবে, এরপরও নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ককে আগলে রাখছেন কোচ জর্জ সাম্পাওলি।

বিজ্ঞাপন

ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতে সবকিছুই জেতা মেসি আর্জেন্টিনার জার্সিতে কিছুই পাননি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হবে মেসিদের। শুধু তাই নয়, সমালোচকদের মুখ বন্ধ করাতে জ্বলে উঠতে হবে আর্জেন্টাইন জাদুকরকে।

সাম্পাওলিকে পাশেই পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের এই কোচ জানান, দলের সব দায় মেসির একার নয়। যখন সে গোল করে তখন সব আর্জেন্টাইন উল্লাস করে। তাই যখন সে মিস করছে তখন আমরা তাকে একা ছেড়ে দিতে পারি না। এভাবে ভাবলেই জিনিসগুলো সহজ হয়। আমি চাই সবাই মেসির পাশে থাকুন।

সাম্পাওলি আরও জানিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি আইসল্যান্ড ম্যাচ ভুলে যেতে। এটা ৪০ মিলিয়ন আর্জেন্টাইনের বিশ্বকাপ। শুধু তুমি না, আমিও ভুল করেছি। আমরা সকলেই কিছু না কিছু ভুল করেছি। এটা থেকে বেরুতে হবে। যাই ঘটুক না কেন আমরা সকলে একত্রে থাকবো, যখন সবকিছু পক্ষে থাকে এবং সবকিছু বিপক্ষে চলে যায়।

গ্রুপ ‘ডি’ এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র করা আর্জেন্টিনার জন্য ম্যাচটি হতে চলেছে ডু অর ডাই ম্যাচ। নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে মেসি বাহিনী। আর নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জিতেছিল ক্রোয়েশিয়ানরা। বাংলাদেশ সময় রাত ১২টায় নিঝনি নভগোরদে লড়বে দুই দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর