বাংলাদেশ-ভারত লড়াইয়ের আগে নাহিদ রানাকে নিয়ে আগ্রহ
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫
বাংলাদেশ জাতীয় দলে নাহিদ রানার অভিষেক এক বছরও হয়নি। এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মাত্র ৩টি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই নাহিদকে নিয়ে বাড়তি আগ্রহ। রাত পোহালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বিদেশি সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে নাহিদ।
আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের দিকে বারবার প্রশ্ন এলো নাহিদ রানাকে নিয়ে।
২২ বছর বয়সী নাহিদকে নিয়ে আগ্রহ থাকাটা অবশ্য স্বাভাবিকই। লাইন লেংথ বজায় রেখে নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন বাংলাদেশি তরুণ পেসার। তাতে নিয়মিত সাফল্যও পাচ্ছন। গত আফগানিস্তান সিরিজে নাহিদের বোলিংয়ে ভুগেছেন ব্যাটাররা। ম্যাচে রীতিমতো ভয় ধরিয়েছিলেন ব্যাটারদের। ওয়েস্ট ইন্ডিজ সফরেও গতির ঝড় তুলে ভয় ধরিয়েছিলেন। সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত বোলিং করেছেন। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় প্রভাবক হতে পারেন নাহিদ।
রানা গতির ঝড় তুলতে প্রস্তুত আছেন, জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’
নাহিদ রানার বিষয়ে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট সচেতন, সেটাও জানালেন শান্ত, ‘রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’
সারাবাংলা/এসএইচএস