Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা তৈরি’ ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

অনেক বছর ধরেই বাংলাদেশ-ভারতের ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা। বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে মাঝে মধ্যেই হারিয়ে দেওয়াতেই এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার রেশ পাওয়া যাচ্ছে।

রাত পোহালে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, আমরা প্রস্তুত।

আগামীকাল দুবাইতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচটা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে। আমার মনে হয় প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের পরিকল্পনা কিভাবে বাস্তাবায়ন করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। মাঠে যত শান্ত থাকা যায় এটা নিয়ে চিন্তা করে সবাই।’

ভারতের মতো দলকে হারাতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই পারফর্ম করতে হবে বাংলাদেশকে। আগামীকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের।

নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি মনে করি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে ভালো খেলতে হবে। এই সংস্করণে আমরা সবশেষ কয়েকবছর যেভাবে খেলে আসছি, আমি মনে করি আমরা ভালো দল। কন্ডিশন একই আছে, আমরা তৈরি আছি, আগামীকাল ম্যাচে ভালো কিছুর জন্য আশা করছি।’

বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। দুটি ম্যাচই হবে লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-ভারত ম্যাচ

বিজ্ঞাপন

‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর