Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানদিহার ৬ উইকেট, মোহামেডানকে হারিয়ে শুরু জ্যোতিদের

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮

৯ রানে ৬ উইকেট নিয়েছেন সানদিহা আশা

আজ শুরু হয়েছে ঢাকা উইমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। টুর্নামেন্টের শুরুর দিনে বল হাতে স্পিন জাদু দেখিয়েছেন গুলশান ইয়ুথ ক্লাবের সানদিহা ইসলাম আশা। ইউল্যাবের মাঠে মাত্র ৯ রানে ৬ উইকেট নেন এই অফ স্পিনার। তার বোলিং জাদুতে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গুলশান ইয়ুথ ক্লাব।

খেলাঘরের বিপক্ষে দলের ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে প্রথম চার ওভারেই নেন পাঁচ উইকেট। পঞ্চম ওভারে নেন নিজের শেষ উইকেটটা। সব মিলিয়ে মাত্র ৫.৪ ওভার বল করে তিন মেইডেন-সহ মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট নেন আশা।

বিজ্ঞাপন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে ৫৩ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন নবাগত শেলটেক ক্রিকেট একাডেমি। আগে ব্যাট করতে নেমে ইশমা তানজিমের ৬৮, সুমাইয়া আক্তারের ৮৩ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান তোলেন জ্যোতিরা। জবাবে ব্যাট করতে নেমে ফাহিমা-জান্নাতুলদের স্পিন জাদুতে ১৯৬ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে আবাহনী।আবাহনীর বোলারদের নৈপুণ্যে মাত্র ৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ পুলিশ। জবাবে ফারজানা পিংকির ফিফটিতে সহজ জয় পায় আবাহনী।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর