Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪

আগে ব্যাট করবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার, দুই স্পিনার ও ছয় স্পেশালিস্ট ব্যাটার নিয়ে।

একাদশে রাখা হয়নি নাহিদ রানা ও মাহমুদউল্লাহ রিয়াদকে। ভারতের খেলা সর্বশেষ ওয়ানডের একাদশে এসেছে কেবল একটি বদল। বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী।

বিজ্ঞাপন

দুবাইয়ের উইকেট বেশ ফ্ল্যাট, একদমই ঘাসের ছোঁয়া নেই সেখানে। শান্তর টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তের নেপথ্যেও আছে এই উইকেটের। ওদিকে রোহিত শর্মা বলেছেন টসে জিতলে তারা আগে বোলিংই করতেন।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি।

 

 

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

ভাষাশহিদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর