Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪

তানজিদ হাসান তামিম

চ্যাম্পিয়নস ট্রফিতে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৫ রানেই হারিয়েছে পাঁচ উইকেট। অক্ষর প্যাটেল অল্পের জন্য মিস করেছেন হ্যাটট্রিক।

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ শামির ইনসুইংগারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফিরে যান সৌম্য সরকার। পরের ওভারে নিজের খেলা দ্বিতীয় বলে শর্ট কভারে বিরাট কোহলির হাতে সহজ ক্যাচ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হার্শিত রানার বলে আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।

২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ কিছুটা চাপ সামলে উঠে তানজিদ তামিম আর মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ২৪ রানের জুটিতে যখনই একটু স্বস্তি ফেরানোর চেষ্টা, তখনই আউট হন মিরাজ। শামির বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে স্লিপে শুবমান গিলের হাতে ক্যাচ দেন তিনি।

বিজ্ঞাপন

শুরু থেকেই চালিয়ে খেলে আসছিলেন তানজিদ। তবে অক্ষর প্যাটেল আক্রমণে আসার পরই বিপদ বাড়ে বাংলাদেশের। তানজিদকে ফিরিয়েই শুরু হয় তার স্পিন জাদু। গুড লেংথ বল ছুঁয়ে যায় তার ব্যাটের কানা, ক্যাচ ধরেন রাহুল। চারটি চারে ২৫ বলে ২৫ করেন তানজিদ।

পরের বলে একইভাবে আউট হন মুশফিকুর রহিম। নতুন ব্যাটার জাকের আলী অনিকও ক্যাচ দিয়েছিলেন হ্যাটট্রিক বলে স্লিপে রোহিতের হাতে। কিন্তু শেষ পর্যন্ত বল হাতে রাখতে পারেননি রোহিত। হ্যাটট্রিক বঞ্চিত হন অক্ষর।

সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লড়াই করছেন জীবন পাওয়া জাকের ও তাওহিদ হৃদয়। দুজন গড়েছেন ৩২ রানের জুটি। ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৫ উইকেটে ৬৬ রান।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর