Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধস কাটিয়ে এগুচ্ছেন হৃদয়-জাকের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল রীতিমতো ভুতূড়ে! আগে ব্যাট করতে নেমে ৮ ওভারে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেই ধাস কাটিয়ে এগুচ্ছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক।

ষষ্ঠ উইকেট জুটিতে এখন পর্যন্ত ১৪৬ রান তুলেছেন দুজন। ৭৮ রানে অপরাজিত তাওহিদ হৃদয়। ৬৭ রানে অপরাজিত জাকের। ৪১ ওভার শেষে বাংলাদেশের রান ১৭৬।

বিজ্ঞাপন

দলের ব্যাটিং ধসের মুখে ব্যাট করতে নেমে দুজন শুরুতে রানের চিন্তা বাদ দিয়ে ক্রিজে পড়ে থাকতে চেয়েছেন। তবে দুজনের জুটিতে দলের রান স্বাচ্ছন্দের একটা জায়গায় পৌঁছুলে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছেন দুজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চমকপ্রদ এক একাদশ নিয়ে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তরুণ পেস তারকা নাহিদ রানাকে রাখা হয়নি একাদশে। মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও নেই।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সূচনাটা ছিল আরও চমকপ্রদ। মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ! ওপেনার সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। তিনে নামা নাজমুল হোসেন শান্তও রানের খাতা খোলার আগে বিদায়। হারশিদ রানাকে কাভার ড্রাইভ খেলতে গিয়ে ফিল্ডারের হাতে বল তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

চারে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ। মোহাম্মদ শামির দুর্দান্ত একটা বলে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ৪ রান করতে পেরেছেন মিরাজ। তারপর পর পর দুই বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর প্যাটেল।

বিজ্ঞাপন

দুজনেই অল্প টার্নে পরাস্ত হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষককে। ওপেনার তামিম অনেকক্ষণ ক্রিজে থাকার পর আউট হয়েছেন ২৫ বলে ২৫ রান করে। মুশফিক ফিরেছেন প্রথম বলেই। তারপর বাংলাদেশ এক পেরুতে পারবে কিনা সেটাই ছিল প্রশ্ন।

সেখান থেকেই হৃদয়-জাকেরের প্রতিরোধ। দুজনই অবশ্য আউটের সুযোগ দিয়েছিলেন। ভারতের ফিল্ডাররা দুজনের ক্যাচ ফেলেছেন তিনটি। ক্রিজে নেমে শুরুতে উইকেট আগলে ধরে রাখতে চেয়েছেন দুজন। রানের জন্য কোনো ঝুঁকি নিতে চাননি। তবে ফিফটি পেরুনোর পর হাত খুলেছেন দুজনই।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জাকের আলি অনিক তাওহিদ হৃদয়

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর