Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানকে তিনশর বেশি টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলোতে এখন পর্যন্ত ভালো রান উঠছে। নিউজিল্যান্ড-পাকিস্তানের ম্যাচে তিনশর বেশি রান উঠেছে। আজ করাচিতে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচেও তিনশোর্ধ্ব রান উঠল। আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৩১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরি করেছেন ওপেনার রিয়ান রিকেলটন। প্রোটিয়াদের হয়ে ম্যাচে হাফ সেঞ্চুরি হয়েছে আরও তিনটি। হাফ সেঞ্চুরি করেছেন টেম্বা বাভুমা, এইডেন মার্করাম ও রাসি ভন ডার ডুসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার টনি ডি জর্জিকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১১ রান করে ফেরেন প্রোটিয়া ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে শক্ত একটা জুটি গড়ে তোলেন রিয়ান রিকেলটন ও টেম্বা বাভুমা।

দ্বিতীয় উইকেটে জুটিতে ১৩০ রান যোগ করেন দুজন। টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮ রান করে বিদায় নিলে এই জুটি ভাঙে। সেঞ্চুরিয়ান রিকেলটন ফিরেছেন ৩৬তম ওভারে। ফেরার আগে ১০৬ বলে ৭টি চার ১টি ছয়ে ১০৩ রান করেছেন তরুণ ওপেনার।

মিডল অর্ডারে কার্যকরী দুটি ইনিংস খেলেছেন এইডেন মার্করাম ও রাসি ভন ডার ডুসেন। ৩টি চার ২টি ছয়ে ৪৬ বলে ৫২ রান করেছেন ডুসেন। মার্করাম ছিলেন বিধ্বংসী। ৩৬ বলে ৬টি চার ১টি ছয়ে ৫২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩১৫ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তানের হয়ে ৫১ রানে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি। একটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর হেসেন।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর