বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আইসিসির কাছে পাকিস্তানের নালিশ
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ভারতের ৬ উইকেটে জেতার ম্যাচটার সম্প্রচার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে মাঠের বাইরের লড়াইও চলছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু সব দেশ পাকিস্তানে গিয়ে খেললেও ভারতীয় দল পাকিস্তানে যেতে আপত্তি তোলে। তাতে ‘হাইব্রিড মডেলে’ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
ভারত তাদের ম্যাচগুলো খেলছে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান প্রথমে রাজি না হলেও পরে তা মেনে নিতে হয়েছে। তারপরও টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে দুই বোর্ডের মুখোমুখি হতে দেখা গেছে। জার্সিতে স্বাগতিক পাকিস্তানে নাম লিখতে চায়নি ভারত, সেটা নিয়েও বাড়তি আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নিজেদের জার্সিতে পাকিস্তান নাম লিখতে হয়েছে ভারতকে। এবার সম্প্রচার নিয়ে অভিযোগ তুলল পিসিবি।
আয়োজক দেশ হিসেবে সম্প্রচার লোগোতে ‘পাকিস্তান’ নামটা থাকার কথা। কিন্তু গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারে লোগোতে ‘পাকিস্তান’ নামটা ছিল না। অথচ টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে সম্প্রচারে লোগোতে পাকিস্তান নামটা ঠিকই থাকছে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে নালিশ দিয়েছে পিসিবি। এবং পরবর্তীতে যাতে এই ঘটনার পূনরাবৃত্তি না ঘটে তার নিশ্চয়তা চেয়েছে পিসিবি।
ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রচারে ‘পাকিস্তান’ নামটি না লেখার বিষয়টি ভুলবশত হয়েছে।
এদিকে, টুর্নামেন্টে আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। দুই দলের মুখোমুখি হওয়া মানেই বাড়তি আগ্রহ। এবারও ভারত-পাকিস্তানের মাঠের লড়াই নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে।
সারাবাংলা/এসএইচএস