Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের আপিল নাকচ করে দিয়েছে ফিফা


২১ জুন ২০১৮ ১৬:০৬

স্পোর্টস ডেস্ক ।।

সুইজারল্যান্ডের বিপক্ষে আগে গোল করেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেই ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সন্দেহ পোষণ করেও ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সহায়তা পায়নি ব্রাজিল। ম্যাচ শেষে ভিএআর ইস্যুতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করেছিল ব্রাজিল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সুইজারল্যান্ড ম্যাচে ভিডিও রিভিউ এর ব্যবহার নিয়ে তাদের জানানো অভিযোগ খারিজ করে দিয়েছে ফিফা। ভিএআর ব্যবহারে রেফারিদের অপরাগতা উল্লেখ করে ব্রাজিলের আপিল নাকচ করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

সুইজারল্যান্ডের সমতায় ফেরার গোলের সময় স্টিফেন জুবের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দাকে ধাক্কা দেন। ফলে ওই গোলটি রিভিউ করা এবং গোলটি বাতিল করা উচিত ছিল বলে ফিফার কাছে জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। পরে সুইজারল্যান্ডের ডি-বক্সে ম্যানুয়েল আকাঞ্জি ফাউল করেন ব্রাজিল স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে। ব্রাজিল সে সময় পেনাল্টি দাবি করলেও রেফারি তাতে সায় দেননি।

ব্রাজিল প্রায় তিন পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছিল ফিফার কাছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দেয়া চিঠিতে জানানো হয়েছিল, ম্যাচ চলাকালীন রেফারিদের সিদ্ধান্তের ভিডিও ও অডিও রেকর্ড রাখার ব্যবস্থা রাখা। তবে, ব্রাজিলের এমন পরামর্শ কানে তোলেনি ফিফা। উল্টো ফিফা জানিয়েছে, ভিএআর বিষয়ে রেফারিদের গতিবিধি কিংবা কথাবার্তা রেকর্ড করার কোনো নিয়ম বিশ্বকাপ শুরুর আগে জানানো হয়নি। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি শুধু ব্যবহার করা হয় রেফারিদের পরিষ্কার এবং নিশ্চিত ভুল এড়ানোর জন্য।

বিজ্ঞাপন

ভিএআর নিয়ে প্রশ্ন শুধু ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচই না, স্পেন-ইরান, ইংল্যান্ড-তিউনিশিয়া ম্যাচেও উঠেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়বঞ্চিত ব্রাজিল নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। প্রথম জয়ের খোঁজে শুক্রবার সেন্ট পিটাসবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে নেইমার-কুতিনহো-জেসুসরা। কোস্টারিকা নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর