Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারত ম্যাচ: গ্রেপ্তার ৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের ম্যাচটা ভালো যায়নি। ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিকে, ওই ম্যাচে বেটিংয়ে জড়িত থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর থেকে ক্রিকেটের বেটিং চক্র সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ-ভারত ম্যাচেও ছিল তা। ভারতের পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়া পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। তাতে হাতেনাতে ধরা পরেছেন জুয়াড়িরা। জুয়াড়িরা কেউই সেখানকার স্থানীয় নয়। বেটিং করতেই মূলত সেখানে গিয়েছিলেন তারা।

জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের রাউটার ও নগদ ১ লক্ষ ১০ হাজার রুপি জব্দ করেছে গোয়া পুলিশ। জুয়াড়িদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- গুজরাটের মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)।

ভারত-বাংলাদেশ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুইবাইতে। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের দৃঢ়তায় ২২৮ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান তাওহিদ হৃদয়। পরে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশ-ভারত ম্যাচ

বিজ্ঞাপন

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

আরো

সম্পর্কিত খবর