Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে রিশাদদের লেগ স্পিনে ভুগছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩

রিশাদের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন বিরাট কোহলি

এক বল আগেই রিশাদ হোসেনের হাত থেকে বেরিয়ে যাওয়া টার্নিং ডেলিভারিতে পুরো বিট হলেন বিরাট কোহলি। পরের বলটাও রিশাদ করলেন একই লাইনে, ব্যাক ফুটে সরে স্কয়ার কাট খেললেন ঠিকই। কিন্তু ঠিকঠাক টাইমিং হলো না। ব্যাকওয়ার্ড পয়েন্টে সৌম্য সরকারের হাতে দিলেন ক্যাচ। গত (বৃহস্পতিবার) দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে কোহলি থামলেন ৩৮ বলে ২২ রানের ইনিংস খেলে। এ নিয়ে টানা তিন ম্যাচে লেগ স্পিনারদের বলে নিজের উইকেট হারালেন ভারতের এই ব্যাটিং গ্রেট। আর এখানেই কোহলির দুর্বলতা দেখছেন ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কার।

বিজ্ঞাপন

কোহলির ২২ রানের ইনিংসে কোহলিকে দেখে মনে হয়েছে ব্যাট হাতে খুব একটা স্বস্তিতে নেই তিনি। বিশেষত রিশাদের বিপক্ষে। এই লেগির প্রথম ১০ বল থেকে ৫ রানে তোলেন কোহলি, ক্যাচ দিয়েছেন ১১ নম্বর ডেলিভারিতে। এর আগেও লেগিদের বলে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে কোহলি আউট হয়েছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের বলে। নিকট অতীতেও আদিল রশিদের বিপক্ষে ধুঁকতে দেখা গেছে তাকে। শ্রীলংকা সিরিজেও লেগিদের উইকেট দিয়েছেন দুইবার।

বিজ্ঞাপন

অর্থাৎ লেগ স্পিনের বিপক্ষে কোহলির দুর্বলতা বেশ পুরনো। ‘ইন্ডিয়া টুডে’-কে দেয়া এক সাক্ষাৎকারে কোহলির সেই টেকনিক্যাল ত্রুটির ব্যবচ্ছেদ করেছেন গাভাস্কার। জানিয়েছেন কেন বারবার লেগিদের বিপক্ষে ধুঁকছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘কোহলির ব্যাটের ফেস সবার আগে ওপেন হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এর আগের অস্ট্রেলিয়া সিরিজেও পেসারদের বিপক্ষে এভাবে আউট হয়েছেন কোহলি। সাধারণত কভার ড্রাইভ খেলতে গেলেই ব্যাটের ফেসটা সবার আগে ওপেন হয়, এ কারণেই বারবার ভুগতে হচ্ছে কোহলিকে।

রিশাদের বলে কোহলির আউট হওয়া নিয়ে গাভাস্কার আরও বলেন, ‘রিশাদের বলে আউট হওয়ার দুটো ডেলিভারি আগেই বাইরের বলগুলো এগিয়ে এসে খেলতে চাইছিলেন কোহলি। কিন্তু সৌভাগ্যবশত সেই বল দুটো সেভাবে টার্ন করেনি, নইলে তখনই আউট হতে পারতেন। এই একটা জায়গায় কোহলিকে কাজ করতেই হবে।’

আগামীকাল দুবাইয়ের একই মাঠে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আসন্ন এই লড়াইয়ে কোহলিকে চ্যালেঞ্জ জানাতে পারেন পাকিস্তানের লেগি আবরার আহমেদ।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশ ক্রিকেট দল বিরাট কোহলি রিশাদ হোসেন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর