রূপগঞ্জের সঙ্গে চুক্তি, তবে কি দেশে ফিরছেন সাকিব?
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হওয়ার কথা আগামী মাসে। এবারের ডিপিএল খেলতে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। তবে কি দেশে ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক?
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন সাকিব। সরকার পতন হওয়ার সময় দেশের বাইরে ছিলেন তিনি। তারপর থেকে দেশে ফেরেননি। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তার।
এর মধ্যে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা এসেছে সাকিবের। তারপর তাকে বাইরে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বাংলাদেশ। সব মিলিয়ে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার যখন অনিশ্চয়তার মুখে তখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রূপগঞ্জের সঙ্গে চুক্তি করলেন সাকিব।
আজ সকালে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাকিব। সাকিবকে টুর্নামেন্টের শুরু থেকেই পাওয়া যাবে বলে প্রত্যাশা লিডেন্ডস অব রূপগঞ্জের।
দলটির কর্ণধার লুৎফুর রহমান বাদল বলেন, ‘আমরা আশা করছি প্রিমিয়ার লিগের শুরু থেকে পাওয়া যাবে সাকিবকে। আমরা খেলোয়াড় সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়।’
মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়ানোর কথা এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। আজ ও আগামীকাল চলবে দলবদল। অনলাইনে ও অফলাইনে রেজিস্ট্রেশন করছেন ক্রিকেটাররা।
সারাবাংলা/এসএইচএস