নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ দলে ফিরলে বাদ পড়বেন কে?
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের একাদশ নির্বাচনে চমকে দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই ম্যাচে একাদশে ছিলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও পেস তারকা নাহিদ রানা। পরে অবশ্য জানা যায় মাংসপেশিতে টান পরায় শেষ মুহূর্তে একাদশ থেকে বাদ পরেন মাহমুদউল্লাহ।
সর্বশেষ খবর, ইনজুরি কাটিয়ে উঠেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। যদি তাই হয় তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে তার খেলতে বাঁধা নেই। প্রশ্ন হলো মাহমুদউল্লাহ দলে ঢুকলে তাকে জায়গা ছেড়ে দিতে বাদ পরবেন কে?
তার আগে মাহমুদউল্লাহ কতটা ফিট হয়ে উঠলেন সে বিষয়ে জানা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা তাকে পাওয়ার (টুর্নামেন্টের বাকি অংশে) ব্যাপারে আশাবাদী। সে ভালোভাবে সেরে উঠেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সর্বশেষ অনুশীলন শেষে।’
মাহমুদউল্লাহর চোট না থাকার কথা বলেছেন রাবিদ ইমাম, ‘সে চোট পাওয়ার পর আমরা তার স্ক্যান করিয়েছিলাম এবং সেখানে কোনো চিড় পাওয়া যায়নি। এটি একটি ভালো বিষয় এবং যখনই সে স্বাভাবিক মনে করবে, তখন সে খেলার জন্যও বিবেচিত হবে। আমার মনে হয় সেখানে কোনো সমস্যা নেই।’
মাহমুদউল্লাহ যে ইনজুরি থেকে সেড়ে উঠেছেন সেটা এই কথায় মোটামুটি নিশ্চিত। ফিট মাহমুদউল্লাহকে একাদশের বাইরে রাখার সুযোগও কম। কারণ সর্বশেষ চারটি ওয়ানডে ইনিংসেই ফিফটি করেছেন অভিজ্ঞ ক্রিকেটার। প্রশ্ন হচ্ছে মাহমুদউল্লাহ কার জায়গায় খেলবেন?
অভিজ্ঞ এই ব্যাটার ভারতের বিপক্ষে খেলার জন্য ফিট থাকলে জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়ের দুজনের মধ্যে একজন যে একাদশে থাকতেন না তা মোটামুটি নিশ্চিত। কিন্তু ভারতের বিপক্ষে জায়গা পেয়ে দুজনই দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেছেন এই দুজন। তাওহিদ হৃদয় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিই করেছেন। জাকের করেছেন ৬৮ রান।
ফলে এই দুজনকে পরের ম্যাচে বাদ দেওয়ার চিন্তা করবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মাহমুদউল্লাহকে জায়গা ছেড়ে দেবেন কে? একাদশে এক থেকে তিন নম্বরে যথাক্রমে- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে খেলা মেহেদি হাসান মিরাজকে বাদ দেওয়ার চিন্তা নিশ্চয় করবে না টিম ম্যানেজমেন্ট। কারণ মিরাজ ব্যাট-বল দুই বিভাগেই পারফর্ম করেন।
তাহলে কি কোপটা অভিজ্ঞ মুশফিকুর রহিমের ওপরই পরতে যাচ্ছে? অনেকদিন ধরে রঙিন পোশাকের ক্রিকেটে ছন্দে নেই মুশি। বিপিএলে রান পাননি। আন্তর্জাতিক ওয়ানডেতেও রান পাচ্ছেন না। সর্বশেষ ১৩ ওয়ানডেতে তার ফিফটি মাত্র একটি। ভারতের বিপক্ষে ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও রান পাননি মুশফিক। তাহলে কি জাকের আলীকে কিপিংয়ের দায়িত্ব দিয়ে অভিজ্ঞ মুশফিককে দলের বাইরে রাখার চিন্তা করবে বাংলাদেশ?
এছাড়া সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম, এই দুই ওপেনারের একজনকে বসিয়ে ওপেনিংয়ে নামতে পারেন নাজমুল হোসেন শান্ত। সেভাবেও মাহমুদউল্লাহকে জায়গা করে দেওয়ার চিন্তা করতে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নিবে বাংলাদেশ সেটার জন্য অপেক্ষা করতে হবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
কারাচিতে সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস